Posts

Showing posts from December, 2017

Man Of The Year 2017 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হলেন, দেখুন ভিডিও..

Image
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিশ্বের সব থেকে শক্তিশালী প্রধানমন্ত্রী তিনি এমনি এমনি কি এত শক্তিশালী হলেন ? আসল কারণ হলো মোদী যেভাবে কাজ করেন তা সবার থেকে পুরো আলতা,তার কারণ তো আপনারা জানেন,অনার মতো শক্তিশালী কদম অনেক রাজনেতা নিতে ভয় পান যদি মন্ত্রীপদ চলে যায়।কিন্তু প্রধানমন্ত্রী মোদী এই ৩ বছরে অনকে সিধান্ত নেন কোনো ভয় না পেয়ে,যেমন নোটবন্দী,সার্জিকাল স্ট্রাইক, GST এতে সাধারণ মানুসের অনেক অসুবিধা হয়েছে কিন্তু তা সত্তেও সাধারণ মানুস প্রধানমন্ত্রী মোদীকে সমর্থন করেছেন,পুরো জানুন নিচের এই ভিডিও থেকে। তিনতালক এর মতো বড় কদমও মোদী সরকার নিয়েছেন যাতে মুসলিম মহিলারা শান্তি পায় তালাক থেকে। দেখুন ভিডিওটি  24 ghanta

Man Of The Year 2017 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হলেন, দেখুন ভিডিও..

Image
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিশ্বের সব থেকে শক্তিশালী প্রধানমন্ত্রী তিনি এমনি এমনি কি এত শক্তিশালী হলেন ? আসল কারণ হলো মোদী যেভাবে কাজ করেন তা সবার থেকে পুরো আলতা,তার কারণ তো আপনারা জানেন,অনার মতো শক্তিশালী কদম অনেক রাজনেতা নিতে ভয় পান যদি মন্ত্রীপদ চলে যায়।কিন্তু প্রধানমন্ত্রী মোদী এই ৩ বছরে অনকে সিধান্ত নেন কোনো ভয় না পেয়ে,যেমন নোটবন্দী,সার্জিকাল স্ট্রাইক, GST এতে সাধারণ মানুসের অনেক অসুবিধা হয়েছে কিন্তু তা সত্তেও সাধারণ মানুস প্রধানমন্ত্রী মোদীকে সমর্থন করেছেন,পুরো জানুন নিচের এই ভিডিও থেকে। তিনতালক এর মতো বড় কদমও মোদী সরকার নিয়েছেন যাতে মুসলিম মহিলারা শান্তি পায় তালাক থেকে। দেখুন ভিডিওটি  24 ghanta

বিজেপিতে যোগ আইপিএস ভারতী ঘোষ ঘটনাটি কতটা সত্যি জানুন..

Image
ভারতী ঘোষকে পশ্চিম মেদিনীপুর সুপারের পদ থেকে ব্যারাকপুরের তৃতীয় ব্যাটেলিয়নে বদলি করা হয়। তারপর তিনি সুরজিত করপুরকায়স্থের(রাজ্য পুলিশের ডিজি) কাছে ইস্তফাপত্র পাঠিয়ে দেন। এই কাজের মাধ্যমে রাজ্য রাজনীতি ও আমলামহলে শোরগোল ফেলে দেন। তিনি বিজেপিতে যোগদানের জন্য লিখিত আবেদন জানিয়েছেন। বিজেপি সূত্রে খবর পাওয়া গেছে, ভারতী ঘোষ রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কাছে গেরুয়া শিবিরে যোগদানের ইচ্ছার কথা লিখিত আবেদনে জানিয়েছেন। পাশাপাশি তিনি মুকুল রায়কেও চিঠির মাধ্যমে বিজেপিতে যোগদানের ইচ্ছার কথা জানিয়েছেন।ভারতী ঘোষ ইস্তফাপত্রের সঙ্গে তিন মাসের ছুটির আবেদনও জানিয়েছিলেন। কিন্তু এর কোনোটিই মঞ্জুর করা হয়নি। দুটিই নামঞ্জুর হওয়ার শর্তেও তিনি নতুন পদের কাজে যোগ দেননি। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর সঙ্গে একসময় ভারতী ঘোষের খুব ঘনিষ্ট সম্পর্ক ছিল। কিন্তু সেটা এখন বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে তলানিতে নেবে গেছে। আর তারই সঙ্গে মুকুল রায়ের সঙ্গে তাঁর ভালো সম্পর্ক রাজনৈতিক মহলে সারা ফেলে দিয়েছে।

বিজেপিতে যোগ আইপিএস ভারতী ঘোষ ঘটনাটি কতটা সত্যি জানুন..

Image
ভারতী ঘোষকে পশ্চিম মেদিনীপুর সুপারের পদ থেকে ব্যারাকপুরের তৃতীয় ব্যাটেলিয়নে বদলি করা হয়। তারপর তিনি সুরজিত করপুরকায়স্থের(রাজ্য পুলিশের ডিজি) কাছে ইস্তফাপত্র পাঠিয়ে দেন। এই কাজের মাধ্যমে রাজ্য রাজনীতি ও আমলামহলে শোরগোল ফেলে দেন। তিনি বিজেপিতে যোগদানের জন্য লিখিত আবেদন জানিয়েছেন। বিজেপি সূত্রে খবর পাওয়া গেছে, ভারতী ঘোষ রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কাছে গেরুয়া শিবিরে যোগদানের ইচ্ছার কথা লিখিত আবেদনে জানিয়েছেন। পাশাপাশি তিনি মুকুল রায়কেও চিঠির মাধ্যমে বিজেপিতে যোগদানের ইচ্ছার কথা জানিয়েছেন।ভারতী ঘোষ ইস্তফাপত্রের সঙ্গে তিন মাসের ছুটির আবেদনও জানিয়েছিলেন। কিন্তু এর কোনোটিই মঞ্জুর করা হয়নি। দুটিই নামঞ্জুর হওয়ার শর্তেও তিনি নতুন পদের কাজে যোগ দেননি। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর সঙ্গে একসময় ভারতী ঘোষের খুব ঘনিষ্ট সম্পর্ক ছিল। কিন্তু সেটা এখন বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে তলানিতে নেবে গেছে। আর তারই সঙ্গে মুকুল রায়ের সঙ্গে তাঁর ভালো সম্পর্ক রাজনৈতিক মহলে সারা ফেলে দিয়েছে।

বেরিয়ে এলো সেই রহস্য , থালাইবা রজনীকান্ত কোন দলে যোগ হচ্ছেন ?

Image
তামিল সুপারস্টার রজনীকান্ত আজ এক বড় সিধান্ত নিতে চলেছে গোপন তথ্য থেকে জানা গেছে তিনি রাজনৈতিক অভিষেকের অবসান ঘটিয়ে এক বড় রাজনৈতিক দলের সাথে যুক্ত হতে চলেছেন, চেন্নাইয়ের শ্রী রাঘবন্ধু কল্যাণ মণ্ডপেম এ ঘোষণা করেছিলেন তিনি বলেন যে ৩১ ডিসেম্বর তার সিদ্ধান্তের ঘোষণা দেবেন,আজ সেই দিন আজ তিনি ঘোসনা করতে চলেছেন তিনি কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত হবেন, বিজেপি না কংগ্রেস না অন্য কোনো রাজনৈতিক দল, এখুন পুরোটাই সময় বলবে।গত সপ্তাহে রজনীকান্তের ঘনিষ্ঠ বন্ধু তমিলুরুভি মিয়াজান বলেছিলেন যে ২৬ ডিসেম্বরে এবং ৩১ ডিসেম্বরের মধ্যে যে কোন দিন রাজনীতির বিষয়ে অভিনেতা তার পরিকল্পনা প্রকাশ করতে পারে।রিপোর্টগুলি আগেই প্রস্তাব করেছিল যে, তামিল সুপারস্টার ডানপন্থী বা বামপন্থী দলগুলোর সাথে যোগ দিতে অসম্ভব হলেও তার নিজের দল গঠন করতে পারে। কিন্তু তিনি বিজেপিতেও যোগ দিতে পারেন তার কারণ তিনি প্রধানমন্ত্রী মোদীর সাথে যোগাযোগ করেছেন এবং এক মিটিং ও তিনি করেছিলেন।নতুন বছরের যেকোনও সময়েই রজনীকান্ত তাঁর নয়া রাজনৈতিক দল গঠন করতে চলেছেন, বলে জানিয়েছেন। তিনি জানিয়েছেন, তামিলনাড়ুতে গণতন্ত্র এখন খারাপ এবস্থায় দাঁড়িয়ে, অন্য রা

বেরিয়ে এলো সেই রহস্য , থালাইবা রজনীকান্ত কোন দলে যোগ হচ্ছেন ?

Image
তামিল সুপারস্টার রজনীকান্ত আজ এক বড় সিধান্ত নিতে চলেছে গোপন তথ্য থেকে জানা গেছে তিনি রাজনৈতিক অভিষেকের অবসান ঘটিয়ে এক বড় রাজনৈতিক দলের সাথে যুক্ত হতে চলেছেন, চেন্নাইয়ের শ্রী রাঘবন্ধু কল্যাণ মণ্ডপেম এ ঘোষণা করেছিলেন তিনি বলেন যে ৩১ ডিসেম্বর তার সিদ্ধান্তের ঘোষণা দেবেন,আজ সেই দিন আজ তিনি ঘোসনা করতে চলেছেন তিনি কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত হবেন, বিজেপি না কংগ্রেস না অন্য কোনো রাজনৈতিক দল, এখুন পুরোটাই সময় বলবে।গত সপ্তাহে রজনীকান্তের ঘনিষ্ঠ বন্ধু তমিলুরুভি মিয়াজান বলেছিলেন যে ২৬ ডিসেম্বরে এবং ৩১ ডিসেম্বরের মধ্যে যে কোন দিন রাজনীতির বিষয়ে অভিনেতা তার পরিকল্পনা প্রকাশ করতে পারে।রিপোর্টগুলি আগেই প্রস্তাব করেছিল যে, তামিল সুপারস্টার ডানপন্থী বা বামপন্থী দলগুলোর সাথে যোগ দিতে অসম্ভব হলেও তার নিজের দল গঠন করতে পারে। কিন্তু তিনি বিজেপিতেও যোগ দিতে পারেন তার কারণ তিনি প্রধানমন্ত্রী মোদীর সাথে যোগাযোগ করেছেন এবং এক মিটিং ও তিনি করেছিলেন।নতুন বছরের যেকোনও সময়েই রজনীকান্ত তাঁর নয়া রাজনৈতিক দল গঠন করতে চলেছেন, বলে জানিয়েছেন। তিনি জানিয়েছেন, তামিলনাড়ুতে গণতন্ত্র এখন খারাপ এবস্থায় দাঁড়িয়ে, অন্য রা

তিন তালাক দেওয়া স্ত্রীকে ২৪ ঘণ্টার মধ্যে ফের বিয়ের সিদ্ধান্ত স্বামীর,কারনটা জানলে আপনিও চমকাবেন..

Image
আবার সেই তিন তালাক। তাও আবার সকালে ঘুম থেকে উঠতে দেরি হওয়ার জন্য। মহিলার এই দুর্দশাকে কেন্দ্র করে আবার ওঠে লোকসভায় বিতর্ক। এই তরুণী জানিয়েছেন, তিনি এই তিন তালাক মেনে নেবেন না। কিন্তু পুলিশ এই ব্যাপারে কোনো ভাবে হস্তক্ষেপ করেনি। তাদের মতে, এই ব্যাপারে কোনও অভিযোগ দায়ের করা হয়নি। উত্তর প্রদেশের রামপুরের আজিমনগরে বুধবার ২১ বছরের এক তরুণীকে তার স্বামী তাত্ক্ষণিক তিন তালাক দেন। বাধ্য হয়ে সেই তরুণীকে নিজের বাপের বাড়ি চলে যেতে হয়। তাঁর দোষ কেবল একটাই, তিনি সকালে দেরি করে ওঠেন। তালাক নিয়ে বিতর্কের সময় কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর এই ঘটনাটি তুলে ধরেন। এরপর সেই দম্পতিকে ডেকে পাঠায় পঞ্চায়েত। তাঁরা পনর্বিবাহে সম্মত হলে হালাল বা ইদ্দাতের মাধ্যমে পনর্বিবাহের নির্দেশ দেয় পঞ্চায়েত।

তিন তালাক দেওয়া স্ত্রীকে ২৪ ঘণ্টার মধ্যে ফের বিয়ের সিদ্ধান্ত স্বামীর,কারনটা জানলে আপনিও চমকাবেন..

Image
আবার সেই তিন তালাক। তাও আবার সকালে ঘুম থেকে উঠতে দেরি হওয়ার জন্য। মহিলার এই দুর্দশাকে কেন্দ্র করে আবার ওঠে লোকসভায় বিতর্ক। এই তরুণী জানিয়েছেন, তিনি এই তিন তালাক মেনে নেবেন না। কিন্তু পুলিশ এই ব্যাপারে কোনো ভাবে হস্তক্ষেপ করেনি। তাদের মতে, এই ব্যাপারে কোনও অভিযোগ দায়ের করা হয়নি। উত্তর প্রদেশের রামপুরের আজিমনগরে বুধবার ২১ বছরের এক তরুণীকে তার স্বামী তাত্ক্ষণিক তিন তালাক দেন। বাধ্য হয়ে সেই তরুণীকে নিজের বাপের বাড়ি চলে যেতে হয়। তাঁর দোষ কেবল একটাই, তিনি সকালে দেরি করে ওঠেন। তালাক নিয়ে বিতর্কের সময় কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর এই ঘটনাটি তুলে ধরেন। এরপর সেই দম্পতিকে ডেকে পাঠায় পঞ্চায়েত। তাঁরা পনর্বিবাহে সম্মত হলে হালাল বা ইদ্দাতের মাধ্যমে পনর্বিবাহের নির্দেশ দেয় পঞ্চায়েত।

দেখুন কিভাবে মাদ্রাসায় ছাত্রীদের পড়ানোর নামে চলছিল যৌন নির্যাতন..

Image
লখনউয়ে একটি মাদ্রাসা থেকে ৫১জন ছাত্রীকে উদ্ধার করল পুলিস,তাদের পড়ানোর নামে যৌন নির্যাতন করতো সেখানকারি শিক্ষক। বেশ কয়েকদিন ধরে তাদের সেখানে আটকে রেখে যৌন নির্যাতন চালানো হত বলে অভিযোগ। ঘটনায় গ্রেফতার করা হয়েছে মাদ্রাসার শিক্ষককে।শুক্রবার বিকেলে সেখানে অভিযান চালায় পুলিস। উদ্ধার করা হয় ৫১ জন ছাত্রীকে। পুলিসকে তারা জানিয়েছে, মারধর করার পাশাপাশি তাদের ওপর যৌন নির্যাতন চালাতো অভিযুক্ত শিক্ষক। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে। জানা গেছে, লখনউ-এর সাহাদতগঞ্জের ওই মাদ্রাসায় ১২৫ জন ছাত্রী পড়ে। ছাত্রীদের পরিবারের অভিযোগ, মাদ্রাসায় মাঝেমধ্যেই তাদের ওপর শারীরিক অত্যাচারের কথা জানাতো তারা। শিক্ষক হয়ে শিক্ষার মন্দিরে যৌন নির্যাতন,সম্প্রতি কয়েকজন ছাত্রী তাদের ওপর অত্যাচারের কথা কাগজে লিখে মাদ্রাসা সংলগ্ন বাড়িগুলিতে দিয়ে আসে। এরপরই জানাজানি হয় বিষয়টি। পুলিসে জানানোর পাশাপাশি, রাজ্যের শিশুকল্যাণ দফতরকেও গোটা ঘটনার কথা জানিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন এলাকার এক সহৃদয় ব্যক্তি। source

দেখুন কিভাবে মাদ্রাসায় ছাত্রীদের পড়ানোর নামে চলছিল যৌন নির্যাতন..

Image
লখনউয়ে একটি মাদ্রাসা থেকে ৫১জন ছাত্রীকে উদ্ধার করল পুলিস,তাদের পড়ানোর নামে যৌন নির্যাতন করতো সেখানকারি শিক্ষক। বেশ কয়েকদিন ধরে তাদের সেখানে আটকে রেখে যৌন নির্যাতন চালানো হত বলে অভিযোগ। ঘটনায় গ্রেফতার করা হয়েছে মাদ্রাসার শিক্ষককে।শুক্রবার বিকেলে সেখানে অভিযান চালায় পুলিস। উদ্ধার করা হয় ৫১ জন ছাত্রীকে। পুলিসকে তারা জানিয়েছে, মারধর করার পাশাপাশি তাদের ওপর যৌন নির্যাতন চালাতো অভিযুক্ত শিক্ষক। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে। জানা গেছে, লখনউ-এর সাহাদতগঞ্জের ওই মাদ্রাসায় ১২৫ জন ছাত্রী পড়ে। ছাত্রীদের পরিবারের অভিযোগ, মাদ্রাসায় মাঝেমধ্যেই তাদের ওপর শারীরিক অত্যাচারের কথা জানাতো তারা। শিক্ষক হয়ে শিক্ষার মন্দিরে যৌন নির্যাতন,সম্প্রতি কয়েকজন ছাত্রী তাদের ওপর অত্যাচারের কথা কাগজে লিখে মাদ্রাসা সংলগ্ন বাড়িগুলিতে দিয়ে আসে। এরপরই জানাজানি হয় বিষয়টি। পুলিসে জানানোর পাশাপাশি, রাজ্যের শিশুকল্যাণ দফতরকেও গোটা ঘটনার কথা জানিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন এলাকার এক সহৃদয় ব্যক্তি। source

পাকিস্তানের চটির অভাব পূরণ করলো কিভাবে জানলে আপনিও খুশি হবেন..

Image
জিহাদিদের দেশ পাকিস্তানে কুলভূষণের সাথে দেখা করতে গিয়েছিলেন তার মা এবং স্ত্রী।কিন্তু ২২ মাস পরে দেখা হওয়া কুলভূষণের মা এবং স্ত্রীর সাথে খুব খারাপ ব্যাবহার করে পাকিস্তান।দেখা করাবার আগে নিরাপত্তার মিথ্যা দোহাই দিয়ে কুলভূষণের মা এবং স্ত্রীর চুড়ি,মঙ্গলসূত্র,কপালের টিপ এমনকি কুলভূষণের স্ত্রীর জুতো পর্যন্ত বাজেয়াপ্ত করে পাকিস্তান। এর পরেই তীব্র প্রতিবাদে ফেটে পড়ে ভারতের কিছু দেশপ্রেমী মিডিয়া এবং সাধারণ মানুষ।ভারতীয় সংস্কারের এইরকম অপমানের প্রতিবাদ জানাতে দিল্লির বিজেপি মুখপাত্র তাজিন্দর পাল সিংহ দিল্লিতে অবস্থিত পাকিস্তান হাইকমিশনে অনলাইনের মাধমে চটি পাঠান। তিনি বলেছেন, 'পাকিস্তান আমাদের চটি চাই,আমি তাই অর্ডার দিয়ে পাকিস্তান হাই কমিশনে পাঠিয়েছি।আসুন আমরা ওদের চটি দি।'জানা গেছে উনার পর আরো ১০০ জন পাকিস্তান হাই কমিশনের উদ্দেশে চটি পাঠিয়েছে।পাকিস্তানকে আরো চটি পাঠানোর জন্য প্রচারও করছে অনেকে।

পাকিস্তানের চটির অভাব পূরণ করলো কিভাবে জানলে আপনিও খুশি হবেন..

Image
জিহাদিদের দেশ পাকিস্তানে কুলভূষণের সাথে দেখা করতে গিয়েছিলেন তার মা এবং স্ত্রী।কিন্তু ২২ মাস পরে দেখা হওয়া কুলভূষণের মা এবং স্ত্রীর সাথে খুব খারাপ ব্যাবহার করে পাকিস্তান।দেখা করাবার আগে নিরাপত্তার মিথ্যা দোহাই দিয়ে কুলভূষণের মা এবং স্ত্রীর চুড়ি,মঙ্গলসূত্র,কপালের টিপ এমনকি কুলভূষণের স্ত্রীর জুতো পর্যন্ত বাজেয়াপ্ত করে পাকিস্তান। এর পরেই তীব্র প্রতিবাদে ফেটে পড়ে ভারতের কিছু দেশপ্রেমী মিডিয়া এবং সাধারণ মানুষ।ভারতীয় সংস্কারের এইরকম অপমানের প্রতিবাদ জানাতে দিল্লির বিজেপি মুখপাত্র তাজিন্দর পাল সিংহ দিল্লিতে অবস্থিত পাকিস্তান হাইকমিশনে অনলাইনের মাধমে চটি পাঠান। তিনি বলেছেন, 'পাকিস্তান আমাদের চটি চাই,আমি তাই অর্ডার দিয়ে পাকিস্তান হাই কমিশনে পাঠিয়েছি।আসুন আমরা ওদের চটি দি।'জানা গেছে উনার পর আরো ১০০ জন পাকিস্তান হাই কমিশনের উদ্দেশে চটি পাঠিয়েছে।পাকিস্তানকে আরো চটি পাঠানোর জন্য প্রচারও করছে অনেকে।

মহিলা পুলিশকে চড় মেরে পাল্টা থাপ্পড় খেলেন কংগ্রেস বিধায়ক, দেখুন ভাইরাল ভিডিওটি..

Image
রাজনেতারাই প্রশাসনে শেষ কথা বলেন। তাঁদের কথা উঠতে-বসতে হয় পুলিশ প্রশাসনকে। একথা সত্যি হলেও মাঝে-মধ্যে উলট পুরাণও ঘটে থাকে।ঘটনা হল হিমাচলে হারের কারণ খুঁজতে রিভিউ বৈঠক করতে সেরাজ্যে গিয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। সেখানেই বৈঠকে যোগ দিয়ে যাচ্ছিলেন আশা কুমারী। তবে সভাঘরের বাইরে প্রচুর মানুষ ভিড় করায় পুলিশ পিকেট বসাতে হয়। সেই ভিড়ের মধ্যেই ধ্বস্তাধ্বস্তি করে ঢোকার সময় আশাদেবী চড় মেরে বসেন মহিলা কনস্টেবলকে। তার বদলে যে শিক্ষা পেলেন সেটা বোধহয় সারাজীবন তিনি মনে রাখবেন।এক মহিলা পুলিশকর্মীকে চড় মেরে পাল্টা থাপ্পড় হজম করতে হল এক বিধায়ককে।হিমাচল প্রদেশে যেমন ঘটল তাতে দলীয় কার্যালয়ে সভাপতি যখন জরুরি বৈঠকে ব্যস্ত, কার্যালয়ের বাইরে তখন প্রবল উত্তেজনা। তুমুল শোরগোল, হইচই, ধাক্কাধাক্কি আর পুলিশ কর্মীদের দৌড়োদৌড়ি। সব মিলিয়ে একেবারে ধুন্ধুমার কাণ্ড। দেখুন সেই ভাইরাল ভিডিওটি                                 

মহিলা পুলিশকে চড় মেরে পাল্টা থাপ্পড় খেলেন কংগ্রেস বিধায়ক, দেখুন ভাইরাল ভিডিওটি..

Image
রাজনেতারাই প্রশাসনে শেষ কথা বলেন। তাঁদের কথা উঠতে-বসতে হয় পুলিশ প্রশাসনকে। একথা সত্যি হলেও মাঝে-মধ্যে উলট পুরাণও ঘটে থাকে।ঘটনা হল হিমাচলে হারের কারণ খুঁজতে রিভিউ বৈঠক করতে সেরাজ্যে গিয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। সেখানেই বৈঠকে যোগ দিয়ে যাচ্ছিলেন আশা কুমারী। তবে সভাঘরের বাইরে প্রচুর মানুষ ভিড় করায় পুলিশ পিকেট বসাতে হয়। সেই ভিড়ের মধ্যেই ধ্বস্তাধ্বস্তি করে ঢোকার সময় আশাদেবী চড় মেরে বসেন মহিলা কনস্টেবলকে। তার বদলে যে শিক্ষা পেলেন সেটা বোধহয় সারাজীবন তিনি মনে রাখবেন।এক মহিলা পুলিশকর্মীকে চড় মেরে পাল্টা থাপ্পড় হজম করতে হল এক বিধায়ককে।হিমাচল প্রদেশে যেমন ঘটল তাতে দলীয় কার্যালয়ে সভাপতি যখন জরুরি বৈঠকে ব্যস্ত, কার্যালয়ের বাইরে তখন প্রবল উত্তেজনা। তুমুল শোরগোল, হইচই, ধাক্কাধাক্কি আর পুলিশ কর্মীদের দৌড়োদৌড়ি। সব মিলিয়ে একেবারে ধুন্ধুমার কাণ্ড। দেখুন সেই ভাইরাল ভিডিওটি                                 

প্রয়োজন ফুরোলেই ছুড়ে ফেলে দেন মমতা মুকুল বাণে বিদ্ধ হলেন নেত্রী

Image
বিজেপিতে আসার পর থেকেই মুকুল রায় খবরের শিরোনামে,তিনি রোজ কিছু না কিছু বাপরে বর্তমান সরকারকে কাটঘড়াতে দার করছেন,এতদিন বিরোধীরা যে অভিযোগ করতেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, সেই অভিযোগ এখন শোনা যাচ্ছে মমতার ডানহাত বলে পরিচিত সদ্য দলত্যাগী মুকুল রায়ের কণ্ঠেও।এদিন তিনি একেবারে দ্ব্যর্থহীন ভাষায় বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে প্রয়োজনে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেন।' তিনি ফের এক চাঞ্চলকর বক্তব্য রাখেন,তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কাজের জন্য সবাইকে সাথে রাখেন আর কাজ মিটে গেলে তাকে ছুড়ে ফেলে দেন,তেমনি তিনি ভারতী ঘোষ এর সাথে করেন বলে দাবি মুকুল রায় এর,গত সোমবারই পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপারের পদ থেকে ব্যারাকপুরে রাজ্য সশস্ত্র পুলিশের তৃতীয় ব্যাটেলিয়নের কম্যান্ডিং অফিসারের পদে বদলি করা হয় ভারতী ঘোষকে। অনেক পুলিশ অফিসারের ক্ষেত্রেই এমন ঘটনা ঘটছে।আর ব্যবহার করা হয়ে গেলে তাঁকে ছুঁড়ে ফেলে দিতে এতটুকু দ্বিধা করেন না। মনে করলেই ছুঁড়ে ফেলে দেন। মেদিনীপুরের পুলিশ সুপার ভারতী ঘোষের ক্ষেত্রেও সেই একই ঘটনা ঘটেছে।' source

প্রয়োজন ফুরোলেই ছুড়ে ফেলে দেন মমতা মুকুল বাণে বিদ্ধ হলেন নেত্রী

Image
বিজেপিতে আসার পর থেকেই মুকুল রায় খবরের শিরোনামে,তিনি রোজ কিছু না কিছু বাপরে বর্তমান সরকারকে কাটঘড়াতে দার করছেন,এতদিন বিরোধীরা যে অভিযোগ করতেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, সেই অভিযোগ এখন শোনা যাচ্ছে মমতার ডানহাত বলে পরিচিত সদ্য দলত্যাগী মুকুল রায়ের কণ্ঠেও।এদিন তিনি একেবারে দ্ব্যর্থহীন ভাষায় বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে প্রয়োজনে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেন।' তিনি ফের এক চাঞ্চলকর বক্তব্য রাখেন,তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কাজের জন্য সবাইকে সাথে রাখেন আর কাজ মিটে গেলে তাকে ছুড়ে ফেলে দেন,তেমনি তিনি ভারতী ঘোষ এর সাথে করেন বলে দাবি মুকুল রায় এর,গত সোমবারই পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপারের পদ থেকে ব্যারাকপুরে রাজ্য সশস্ত্র পুলিশের তৃতীয় ব্যাটেলিয়নের কম্যান্ডিং অফিসারের পদে বদলি করা হয় ভারতী ঘোষকে। অনেক পুলিশ অফিসারের ক্ষেত্রেই এমন ঘটনা ঘটছে।আর ব্যবহার করা হয়ে গেলে তাঁকে ছুঁড়ে ফেলে দিতে এতটুকু দ্বিধা করেন না। মনে করলেই ছুঁড়ে ফেলে দেন। মেদিনীপুরের পুলিশ সুপার ভারতী ঘোষের ক্ষেত্রেও সেই একই ঘটনা ঘটেছে।' source

তৃণমূল ছেড়ে বিজেপিতে আসার পর যা বললেন তা শুনলে আপনিও চমকাবেন...

Image
বিজেপি ধীরে ধীরে বাড়ছে ঝড়ের গতিতে তার প্রমান আবারও কাল পাওয়া গেল,কাল ১৫ জন তৃণমূল কর্মীকে নিয়ে শিলিগুড়ির বাঘাযতীন পার্কে বিজেপির দলীয় সমাবেশে মুকুল রায় ও দিলীপ ঘোষের উপস্থিতিতে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন,তবে যোগ দেওয়ার ইঙ্গিত দিয়ে রেখেছিলেন একদিন আগেই। তৃণমূল ত্যাগের পর শিখাকে বলতে শোনা যায়, দিদি যে আদর্শ নিয়ে দল তৈরী করেছিলেন, সেই দলকে নোংরা করছে বিভিন্ন রাজনৈতিক দল থেকে আসা কর্মীরা। "এই দল মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করতে চাননি,তৃণমূল ত্যাগের পর শিখাকে বলতে শোনা যায়পূর্ত কর্মাধ্যক্ষ হিসাবে সেই নির্মাণ প্রকল্প পর্যবেক্ষণ করে তাতে বাধা দেন শিখা। আর এর জন্য তাঁকে মারধর করা হয় বলেও অভিযোগ তৃণমূল ত্যাগী নেত্রীর। প্রথমিকভাবে পুলিস অভিযুক্তদের গ্রেফতার করলেও দলের বর্তমান নেতৃত্ব তাদের জামিনের ব্যবস্থা করে বলেও অভিযোগ করেন শিখা চ্যাটার্জি।তৃণমূল এর চাপ বাড়ছে রাজ্যে এখন দেখার বিসয় পঞ্চায়েত ভোটে কি হয় বিজেপি কি পারবে টক্কর দিতে।

তৃণমূল ছেড়ে বিজেপিতে আসার পর যা বললেন তা শুনলে আপনিও চমকাবেন...

Image
বিজেপি ধীরে ধীরে বাড়ছে ঝড়ের গতিতে তার প্রমান আবারও কাল পাওয়া গেল,কাল ১৫ জন তৃণমূল কর্মীকে নিয়ে শিলিগুড়ির বাঘাযতীন পার্কে বিজেপির দলীয় সমাবেশে মুকুল রায় ও দিলীপ ঘোষের উপস্থিতিতে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন,তবে যোগ দেওয়ার ইঙ্গিত দিয়ে রেখেছিলেন একদিন আগেই। তৃণমূল ত্যাগের পর শিখাকে বলতে শোনা যায়, দিদি যে আদর্শ নিয়ে দল তৈরী করেছিলেন, সেই দলকে নোংরা করছে বিভিন্ন রাজনৈতিক দল থেকে আসা কর্মীরা। "এই দল মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করতে চাননি,তৃণমূল ত্যাগের পর শিখাকে বলতে শোনা যায়পূর্ত কর্মাধ্যক্ষ হিসাবে সেই নির্মাণ প্রকল্প পর্যবেক্ষণ করে তাতে বাধা দেন শিখা। আর এর জন্য তাঁকে মারধর করা হয় বলেও অভিযোগ তৃণমূল ত্যাগী নেত্রীর। প্রথমিকভাবে পুলিস অভিযুক্তদের গ্রেফতার করলেও দলের বর্তমান নেতৃত্ব তাদের জামিনের ব্যবস্থা করে বলেও অভিযোগ করেন শিখা চ্যাটার্জি।তৃণমূল এর চাপ বাড়ছে রাজ্যে এখন দেখার বিসয় পঞ্চায়েত ভোটে কি হয় বিজেপি কি পারবে টক্কর দিতে।

VIDEO: পাকিস্তান বলেছিল কুলভূষণের স্ত্রীর জুতোতে নাকি চিপ লাগানো ছিল!এরপর সুষমাজি যা বললেন ..

Image
জঙ্গির দেশ পাকিস্তান সোমবার কুলভূষণের সাথে তার মা ও স্ত্রীর দেখা করায়।কিন্তু দুঃখের বিষয় পাকিস্তান তাদের চিরাচরিত নিচ মানসিকতা পরিচয় দিয়ে সাক্ষাতকালে কুলভূষণ ও তার পরিবারের মধ্যে একটি কাঁচের দেয়াল রেখেছিল।শুধু তাই নয় ২২ মাস পর দেখা করতে পাওয়া কুলভূষণের মা এবং স্ত্রীর সাথে খারাপ ব্যবহারও করে পাকিস্তান।পাকিস্তান কুলভূষনের মা এবং স্ত্রীর চুড়ি, মঙ্গলসূত্র, খুলিয়ে তারপর দেখা করতে দেয়।জঙ্গির দেশ অপমান করে ভারতীয় ধর্ম ও সংস্কৃতির ।এমনকি কুলভূষণের স্ত্রীর জুতো বাজেয়াপ্ত করে এবং কখনো চিপ,কখনো রেকডর ছিল বলে দাবি করে।এমনকি বাড়ি ফেরবার সময় পাকিস্তানী নিচ মিডিয়া কুলভূষণের মা এবং স্ত্রীকে বাজে  ভাবে কটাক্ষ করে। যদিও এরপরেও কিছু বলিউড অভিনেতা এবং অতিরিক্ত বুদ্ধিসম্পন্ন মানুষ বলবে পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক ভালো রাখা উচিত এবং ভারত নাকি অসহিষ্ণু। যদিও তারা এখণ শীত ঘুমে আছে।  সুষমা স্বরাজ এই পুরো বিষয়টি সাংসদে তুলে ধরেন।দেখুন সেই ভিডিও-

VIDEO: পাকিস্তান বলেছিল কুলভূষণের স্ত্রীর জুতোতে নাকি চিপ লাগানো ছিল!এরপর সুষমাজি যা বললেন ..

Image
জঙ্গির দেশ পাকিস্তান সোমবার কুলভূষণের সাথে তার মা ও স্ত্রীর দেখা করায়।কিন্তু দুঃখের বিষয় পাকিস্তান তাদের চিরাচরিত নিচ মানসিকতা পরিচয় দিয়ে সাক্ষাতকালে কুলভূষণ ও তার পরিবারের মধ্যে একটি কাঁচের দেয়াল রেখেছিল।শুধু তাই নয় ২২ মাস পর দেখা করতে পাওয়া কুলভূষণের মা এবং স্ত্রীর সাথে খারাপ ব্যবহারও করে পাকিস্তান।পাকিস্তান কুলভূষনের মা এবং স্ত্রীর চুড়ি, মঙ্গলসূত্র, খুলিয়ে তারপর দেখা করতে দেয়।জঙ্গির দেশ অপমান করে ভারতীয় ধর্ম ও সংস্কৃতির ।এমনকি কুলভূষণের স্ত্রীর জুতো বাজেয়াপ্ত করে এবং কখনো চিপ,কখনো রেকডর ছিল বলে দাবি করে।এমনকি বাড়ি ফেরবার সময় পাকিস্তানী নিচ মিডিয়া কুলভূষণের মা এবং স্ত্রীকে বাজে  ভাবে কটাক্ষ করে। যদিও এরপরেও কিছু বলিউড অভিনেতা এবং অতিরিক্ত বুদ্ধিসম্পন্ন মানুষ বলবে পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক ভালো রাখা উচিত এবং ভারত নাকি অসহিষ্ণু। যদিও তারা এখণ শীত ঘুমে আছে।  সুষমা স্বরাজ এই পুরো বিষয়টি সাংসদে তুলে ধরেন।দেখুন সেই ভিডিও-

চিনের হাত থেকে দেশকে আগলাতে রুখে দাড়াবে উট,কিন্তু কিভাবে পড়ুন এই চাঞ্চল্যকর তথ্যটি..

Image
মরুভূমির জাহাজ হিসেবেই পরিচিতি উট। এবার তাদের দেখা যাবে লাদাখে বরফ ঠান্ডায় অতন্দ্র প্রহরীর ভূমিকায়। সূত্রের খবর, লাদাখে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রল বরাবর টহলদারি চালাতে এবার উট মোতায়েনের কথা ভাবছে সেনা। এক কুঁজ ও দুই কুঁজ, দু'ধরনের উটই মোতায়েন করা হবে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে।লাদাখে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রল বরাবর টহলদারি চালাতে এবার উট মোতায়েনের কথা ভাবছে সেনা। এক কুঁজ ও দুই কুঁজ, দু'ধরনের উটই মোতায়েন করা হবে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে।ভারতে একমাত্র লাদাখের নুব্রা উপত্যকাতেই দুই-কুঁজ উট দেখতে পাওয়া যায়। সূত্রে খবর, ইতিমধ্যেই বিকানেরর জাতীয় উট গবেষণা কেন্দ্র থেকে ৪টি এক-কুঁজ লাদাখে নিয়ে এসেছে সেনা। লাদাখে এই পরিকল্পনা সফল হলে ১২ হাজার থেকে ১৫ হাজার ফিট উচ্চতায় অবস্থিত এলাকা ও উপত্যকাগুলিতেও ভবিষ্যতে নজরদারি চালাতে উট মোতায়েনের কথা ভাবা হতে পারে।

চিনের হাত থেকে দেশকে আগলাতে রুখে দাড়াবে উট,কিন্তু কিভাবে পড়ুন এই চাঞ্চল্যকর তথ্যটি..

Image
মরুভূমির জাহাজ হিসেবেই পরিচিতি উট। এবার তাদের দেখা যাবে লাদাখে বরফ ঠান্ডায় অতন্দ্র প্রহরীর ভূমিকায়। সূত্রের খবর, লাদাখে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রল বরাবর টহলদারি চালাতে এবার উট মোতায়েনের কথা ভাবছে সেনা। এক কুঁজ ও দুই কুঁজ, দু'ধরনের উটই মোতায়েন করা হবে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে।লাদাখে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রল বরাবর টহলদারি চালাতে এবার উট মোতায়েনের কথা ভাবছে সেনা। এক কুঁজ ও দুই কুঁজ, দু'ধরনের উটই মোতায়েন করা হবে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে।ভারতে একমাত্র লাদাখের নুব্রা উপত্যকাতেই দুই-কুঁজ উট দেখতে পাওয়া যায়। সূত্রে খবর, ইতিমধ্যেই বিকানেরর জাতীয় উট গবেষণা কেন্দ্র থেকে ৪টি এক-কুঁজ লাদাখে নিয়ে এসেছে সেনা। লাদাখে এই পরিকল্পনা সফল হলে ১২ হাজার থেকে ১৫ হাজার ফিট উচ্চতায় অবস্থিত এলাকা ও উপত্যকাগুলিতেও ভবিষ্যতে নজরদারি চালাতে উট মোতায়েনের কথা ভাবা হতে পারে।

ধর্ম পরিবর্তনে আপত্তি, হিন্দু তরুণীকে গণধর্ষণ করে খুন। আরো জানুন..

Image
ভালোবাসার পরিণতি এমন সে আগে জানলে তাকে ভালোবাসতো?এমন ঘটনা কিছুদিন ধরে চলছে অনেক পরিমানে হিন্দু মহিলার এখন খুব চিন্তায়,কিছুদিন আগে ৬ নভেম্বর থেকে খোঁজ মিলছিল না এক তরুণীর পরে তাকে নদীর চরে হাত-পা বাঁধা অবস্থায় তাঁর দেহ উদ্ধার হয়। ঘটনার পর তরুণীর প্রেমিক আদিলকে গ্রেফতার করে পুলিস।  ইসলামে ধর্মান্তরিত হতে আপত্তি করায় হিন্দু তরুণীকে গণধর্ষণ করে খুনের অভিযোগ উঠল প্রেমিকের পরিবারের বিরুদ্ধে। ঘটনাটি ঝাড়খণ্ডের রামগড় জেলার। পরিবারের বিরুদ্ধে গিয়ে গত মাসে মেয়েটিকে নিয়ে বোকারোতে নিজের কাকার বাড়িতে চলে গিয়েছিলেন তিনি। ঘটনার পরই লভ জিহাদের অভিযোগ ওঠে,আদিল জানিয়েছেন, সেখানে হাজির ছিলেন আদিলের বাবা। বিয়ের আগে মেয়েটিকে ধর্ম পরিবর্তনের জন্য চাপ দেওয়া হয়। তা মানতে চাননি ওই তরুণী। আদিল স্বীকার করেছেন, প্রেমিকাকে রেলস্টেশনে ছাড়ার নামে এরপর রাজাবেড়ার কাছে জঙ্গলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে খুন করেন তাঁর বাবা ও কাকা।এত নিচে নেবে গিয়ে মানুস এমন কর্ম করছে না সব ধর্মের চাপ কোনটা আপনার কি মনে হয় লিখে যানান।

ধর্ম পরিবর্তনে আপত্তি, হিন্দু তরুণীকে গণধর্ষণ করে খুন। আরো জানুন..

Image
ভালোবাসার পরিণতি এমন সে আগে জানলে তাকে ভালোবাসতো?এমন ঘটনা কিছুদিন ধরে চলছে অনেক পরিমানে হিন্দু মহিলার এখন খুব চিন্তায়,কিছুদিন আগে ৬ নভেম্বর থেকে খোঁজ মিলছিল না এক তরুণীর পরে তাকে নদীর চরে হাত-পা বাঁধা অবস্থায় তাঁর দেহ উদ্ধার হয়। ঘটনার পর তরুণীর প্রেমিক আদিলকে গ্রেফতার করে পুলিস।  ইসলামে ধর্মান্তরিত হতে আপত্তি করায় হিন্দু তরুণীকে গণধর্ষণ করে খুনের অভিযোগ উঠল প্রেমিকের পরিবারের বিরুদ্ধে। ঘটনাটি ঝাড়খণ্ডের রামগড় জেলার। পরিবারের বিরুদ্ধে গিয়ে গত মাসে মেয়েটিকে নিয়ে বোকারোতে নিজের কাকার বাড়িতে চলে গিয়েছিলেন তিনি। ঘটনার পরই লভ জিহাদের অভিযোগ ওঠে,আদিল জানিয়েছেন, সেখানে হাজির ছিলেন আদিলের বাবা। বিয়ের আগে মেয়েটিকে ধর্ম পরিবর্তনের জন্য চাপ দেওয়া হয়। তা মানতে চাননি ওই তরুণী। আদিল স্বীকার করেছেন, প্রেমিকাকে রেলস্টেশনে ছাড়ার নামে এরপর রাজাবেড়ার কাছে জঙ্গলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে খুন করেন তাঁর বাবা ও কাকা।এত নিচে নেবে গিয়ে মানুস এমন কর্ম করছে না সব ধর্মের চাপ কোনটা আপনার কি মনে হয় লিখে যানান।

ঐতিহাসিক সিধান্ত তিন তালাক নিয়ে এক নতুন আইন,যা বিরোধীদের চিন্তার কারণ।জানুন কি বলছে আইন..

Image
সংসদে পেশ হল ঐতিহাসিক তিন  তালাক বিরোধী বিল।তাত্ক্ষণিত তিন তালাককে শাস্তিযোগ্য অপরাধ হিসাবে গণ্য করা নিয়ে আরও এক ধাপ এগল মোদী সরকার। মুসলমান মহিলাদের অধিকার সুরক্ষিত করতেই এই বিলকে ধরে আইন তৈরি করা হচ্ছে বলে সংসদে জানিয়েছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। স্ত্রীকে তিন তালাক দিলে খোরপোশের দায়িত্বও স্বামীকে বহন করতে হবে। এমনকী সন্তানের ভরণপোষণের দায়িত্বও স্বামীকে নিতে হবে।বৃহস্পতিবার সংসদে পাশ হল তিন তালাক বিল। কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ এদিন মুসলিম উইমেন প্রোটেকশন অফ রাইটস অ্যান্ড ম্যারেজ নামক বিলটি পেশ করেন। কেন্দ্রীয় সরকারের তরফে বলা হয়েছে, এই বিল মহিলাদের জন্য, ধর্মের জন্য নয়।

ঐতিহাসিক সিধান্ত তিন তালাক নিয়ে এক নতুন আইন,যা বিরোধীদের চিন্তার কারণ।জানুন কি বলছে আইন..

Image
সংসদে পেশ হল ঐতিহাসিক তিন  তালাক বিরোধী বিল।তাত্ক্ষণিত তিন তালাককে শাস্তিযোগ্য অপরাধ হিসাবে গণ্য করা নিয়ে আরও এক ধাপ এগল মোদী সরকার। মুসলমান মহিলাদের অধিকার সুরক্ষিত করতেই এই বিলকে ধরে আইন তৈরি করা হচ্ছে বলে সংসদে জানিয়েছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। স্ত্রীকে তিন তালাক দিলে খোরপোশের দায়িত্বও স্বামীকে বহন করতে হবে। এমনকী সন্তানের ভরণপোষণের দায়িত্বও স্বামীকে নিতে হবে।বৃহস্পতিবার সংসদে পাশ হল তিন তালাক বিল। কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ এদিন মুসলিম উইমেন প্রোটেকশন অফ রাইটস অ্যান্ড ম্যারেজ নামক বিলটি পেশ করেন। কেন্দ্রীয় সরকারের তরফে বলা হয়েছে, এই বিল মহিলাদের জন্য, ধর্মের জন্য নয়।

গুলি লেগে আহত হওয়ার পরও সাথীদের নির্দেশ দিচ্ছেন এই কম্যান্ডর।দেখুন ভাইরাল ভিডিও..

Image
শনিবার  মেজর মোহরকার প্রফুল্ল অম্বদাস সহ ৪ জন ভারতীয়  বীর সেনা শহীদ হন।পাকিস্তানের হটাৎ কাপুরুষের মতো আক্রমণ করাই নিহত হন বীর সেনারা।তৎপর ভারতীয় সেনা সম্পর্কিত একটা ভিডিও ভাইরাল হয়ে পড়ে।যেখানে দেখা যায়, এক ভারতীয় বীর সেনা আহত হয়ে মাটিতে পড়ে থাকা সত্ত্বেও তার সহকর্মী জওয়ানদের নির্দেশ দিয়ে যাচ্ছেন।ভিডিও ভাইরাল হওয়ায় ভারতীয়রা ভেবেছিলেন আহত সেনা মেজর প্রফুল্ল।কিন্তু পরে জানা যায় ভিডিওটি এই বছরের জানুয়ারি মাসে সিআরপিএফ তাদের টুইটার একাউন্ট এ ভিডিওটি শেয়ার করে এবং আহত সেনা হলেন সিআরপিএফ আসিস্টেন্ট কামান্ডার সতবন্ত সিংহ।২০০৯ সালে নকশালদের সাথে সংঘর্ষে আহত হয়েছিলেন তিনি।আনন্দের বিষয় উনার দেহে গুলি লাগার পরও বেঁচে যান এবং তিনি বর্তমানে সিআরপিএফ থেকে অবসর পাওয়ার পর মুম্বাইয়ের এক ব্যাংকে কাজ করেন।ভিডিওটিতে দেখতে পাবেন সতবন্ত সিং তার সহ কর্মীদের নির্দেশ দিচ্ছেন আহতদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং আক্রমণ চালিয়ে যাওয়ার জন্য।দেখুন সেই ভাইরাল ভিডিও-

গুলি লেগে আহত হওয়ার পরও সাথীদের নির্দেশ দিচ্ছেন এই কম্যান্ডর।দেখুন ভাইরাল ভিডিও..

Image
শনিবার  মেজর মোহরকার প্রফুল্ল অম্বদাস সহ ৪ জন ভারতীয়  বীর সেনা শহীদ হন।পাকিস্তানের হটাৎ কাপুরুষের মতো আক্রমণ করাই নিহত হন বীর সেনারা।তৎপর ভারতীয় সেনা সম্পর্কিত একটা ভিডিও ভাইরাল হয়ে পড়ে।যেখানে দেখা যায়, এক ভারতীয় বীর সেনা আহত হয়ে মাটিতে পড়ে থাকা সত্ত্বেও তার সহকর্মী জওয়ানদের নির্দেশ দিয়ে যাচ্ছেন।ভিডিও ভাইরাল হওয়ায় ভারতীয়রা ভেবেছিলেন আহত সেনা মেজর প্রফুল্ল।কিন্তু পরে জানা যায় ভিডিওটি এই বছরের জানুয়ারি মাসে সিআরপিএফ তাদের টুইটার একাউন্ট এ ভিডিওটি শেয়ার করে এবং আহত সেনা হলেন সিআরপিএফ আসিস্টেন্ট কামান্ডার সতবন্ত সিংহ।২০০৯ সালে নকশালদের সাথে সংঘর্ষে আহত হয়েছিলেন তিনি।আনন্দের বিষয় উনার দেহে গুলি লাগার পরও বেঁচে যান এবং তিনি বর্তমানে সিআরপিএফ থেকে অবসর পাওয়ার পর মুম্বাইয়ের এক ব্যাংকে কাজ করেন।ভিডিওটিতে দেখতে পাবেন সতবন্ত সিং তার সহ কর্মীদের নির্দেশ দিচ্ছেন আহতদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং আক্রমণ চালিয়ে যাওয়ার জন্য।দেখুন সেই ভাইরাল ভিডিও-

দিল্লি মেট্রোয় হেনস্থা ভারতীয় সেনা দেখুন ভিডিও..

Image
সবার সামনে ভারতীয় সেনাকে অপমান করলো এক যুবক তা সত্তেও সাধারণ মানুস জন কিছু করলেন না যিনি বাক্যবাণ বর্ষণ করে চলেছেন তিনি এক জন যুবক তারপর কটূক্তি বাক্য প্রয়োগ, একের পর এক ক্ষুরধার বাক্যবাণে বিদ্ধ হয়ে চলেছেন কয়েক জন সেনা জওয়ান। প্রত্যেকেরই পরণে সেনার পোশাক। মুখে স্মিত হাসি।মাঝে মাঝেই তেড়ে যাচ্ছেন জওয়ানদের দিকে। সঙ্গে অশ্রাব্য গালিগালাজ।ঘটনাস্থল দিল্লি মেট্রো। সোশ্যাল মিডিয়ার হাত ধরে সম্প্রতি যা ভাইরাল হয়ে গিয়েছে।ভিডিওতে দেখা গিয়েছে, মেট্রোয় সওয়ার কয়েক জন জওয়ানকে তীব্র ভাষায় আক্রমণ করে চলেছেন এক যুবক। যুবককে ধরে রাখার চেষ্টা করছেন যাত্রীরা।গোটা ভিডিওয়ে যে বিষয়টি নজর কেড়েছে তা হল জওয়ানদের নীরবতা।তারা সেই ছেলে টাকে কিছু না করে নিজেরা নিজেদের অপমান ঠান্ডা মনে সহ্য করলেন এবং একটিও শব্দ উচ্চারণ করেননি কেউ। দেখুন সেই ভাইরাল ভিডিওটি 

দিল্লি মেট্রোয় হেনস্থা ভারতীয় সেনা দেখুন ভিডিও..

Image
সবার সামনে ভারতীয় সেনাকে অপমান করলো এক যুবক তা সত্তেও সাধারণ মানুস জন কিছু করলেন না যিনি বাক্যবাণ বর্ষণ করে চলেছেন তিনি এক জন যুবক তারপর কটূক্তি বাক্য প্রয়োগ, একের পর এক ক্ষুরধার বাক্যবাণে বিদ্ধ হয়ে চলেছেন কয়েক জন সেনা জওয়ান। প্রত্যেকেরই পরণে সেনার পোশাক। মুখে স্মিত হাসি।মাঝে মাঝেই তেড়ে যাচ্ছেন জওয়ানদের দিকে। সঙ্গে অশ্রাব্য গালিগালাজ।ঘটনাস্থল দিল্লি মেট্রো। সোশ্যাল মিডিয়ার হাত ধরে সম্প্রতি যা ভাইরাল হয়ে গিয়েছে।ভিডিওতে দেখা গিয়েছে, মেট্রোয় সওয়ার কয়েক জন জওয়ানকে তীব্র ভাষায় আক্রমণ করে চলেছেন এক যুবক। যুবককে ধরে রাখার চেষ্টা করছেন যাত্রীরা।গোটা ভিডিওয়ে যে বিষয়টি নজর কেড়েছে তা হল জওয়ানদের নীরবতা।তারা সেই ছেলে টাকে কিছু না করে নিজেরা নিজেদের অপমান ঠান্ডা মনে সহ্য করলেন এবং একটিও শব্দ উচ্চারণ করেননি কেউ। দেখুন সেই ভাইরাল ভিডিওটি 

ভারতের চাপে পড়ে কুলভূষণের স্ত্রীর জুতো বাজেয়াপ্ত করা নিয়ে মুখ খুলতে হলো পাকিস্তানকে।

Image
কেন্দ্রর অনেক প্রচেষ্টার পর কুলভূষণ যাদবের সাথে দেখা করার সুযোগ পেয়েছিল কুলভূষণের মা এবং স্ত্রী।জানা গেছে এই সাক্ষাত ছিল প্রায় ৪০ মিনিটের এবং সাক্ষাতে নিজের মাতৃভাষা ব্যবহার করাও নিষিদ্ধ ছিল।সাক্ষাতের বেশিরভাগ সময়টাই কেটেছিল চোখের জলে।কুলভূষণ এর সাথে তার মা ও স্ত্রী দেখা করার আগে তাদের পরনের সমস্ত গয়না খুলে নেওয়া হয়েছিল।সাক্ষাত সময়কালে কুলভূষণ এবং তার পরিবারের মাঝে ছিল কাঁচের দেয়াল। এমনকি কুলভূষণের স্ত্রীর জুতো পর্যন্ত নিরাপত্তার দোহাই দিয়ে বাজেয়াপ্ত করেছিল পাকিস্তান। কিন্তু আশ্চর্যের বিষয় ছিল জুতো ছাড়া সমস্ত কিছুই ফেরত পেয়েছিল কুলভূষণ যাদবের স্ত্রী চেতনা।এই খবর পাওয়া মাত্র শোরগোল শুরু হয়ে যায় ভারত জুড়ে। অনেকে বলে পাকিস্তান জুতো নিয়েছে কারণ জুতোকে ব্যবহার করে কুলভূষণকে দোষী প্রমান করার জন্য। যদিও সোশ্যাল মিডিয়ায় চাপে পড়ে পাকিস্তানের মুখ্যপাত্র মোহম্মদ ফয়জল জানান,জুতোতে একটা কিছু ছিল।তদন্ত করে দেখা হচ্ছে।এবং কুলভূষণের স্ত্রীকে নতুন জুতো দেওয়া হয়েছে।

ভারতের চাপে পড়ে কুলভূষণের স্ত্রীর জুতো বাজেয়াপ্ত করা নিয়ে মুখ খুলতে হলো পাকিস্তানকে।

Image
কেন্দ্রর অনেক প্রচেষ্টার পর কুলভূষণ যাদবের সাথে দেখা করার সুযোগ পেয়েছিল কুলভূষণের মা এবং স্ত্রী।জানা গেছে এই সাক্ষাত ছিল প্রায় ৪০ মিনিটের এবং সাক্ষাতে নিজের মাতৃভাষা ব্যবহার করাও নিষিদ্ধ ছিল।সাক্ষাতের বেশিরভাগ সময়টাই কেটেছিল চোখের জলে।কুলভূষণ এর সাথে তার মা ও স্ত্রী দেখা করার আগে তাদের পরনের সমস্ত গয়না খুলে নেওয়া হয়েছিল।সাক্ষাত সময়কালে কুলভূষণ এবং তার পরিবারের মাঝে ছিল কাঁচের দেয়াল। এমনকি কুলভূষণের স্ত্রীর জুতো পর্যন্ত নিরাপত্তার দোহাই দিয়ে বাজেয়াপ্ত করেছিল পাকিস্তান। কিন্তু আশ্চর্যের বিষয় ছিল জুতো ছাড়া সমস্ত কিছুই ফেরত পেয়েছিল কুলভূষণ যাদবের স্ত্রী চেতনা।এই খবর পাওয়া মাত্র শোরগোল শুরু হয়ে যায় ভারত জুড়ে। অনেকে বলে পাকিস্তান জুতো নিয়েছে কারণ জুতোকে ব্যবহার করে কুলভূষণকে দোষী প্রমান করার জন্য। যদিও সোশ্যাল মিডিয়ায় চাপে পড়ে পাকিস্তানের মুখ্যপাত্র মোহম্মদ ফয়জল জানান,জুতোতে একটা কিছু ছিল।তদন্ত করে দেখা হচ্ছে।এবং কুলভূষণের স্ত্রীকে নতুন জুতো দেওয়া হয়েছে।

পাকিস্তানকে সমর্থন করে এই নেতা যা বললেন শুনলে আপনি রেগে লাল হয়ে যাবেন !!

Image
কুলভূষণ যাদবের মা ও স্ত্রীর সঙ্গে পাকিস্তানের দূরব্যবহার করার পর সারা দেশ পাকিস্তানকে নিয়ে সারা দেশের মানুসের রাগ,এর মধ্যে ও কিছু রাজনৈতিক পার্টির সদস্য এমন মন্তব্য করলেন যা খুবই লজ্জা জনক, সপার রাজ্যসভার সাংসদ নরেশ আগরওয়াল তিনি বলেন পাকিস্তানের কাছে কুলভূষণ একজন জঙ্গি তাই তারা যা করেছে বেশ করেছে। দেখুন সেই ভিডিওটি   #WATCH : "Agar unhone (Pakistan) #KulbhushanJadhav ko aatankwadi apne desh mein mana hai, to wo uss hisaab se vyavhaar karenge; humare desh mein bhi aatankwadiyon ke saath aisa hi vyavhaar karna chahiye, kada vyavhar karna chahiye" says Samajwadi Party leader Naresh Agarwal pic.twitter.com/owm0DJ8xGd — ANI (@ANI) December 27, 2017 আমাদেরও জঙ্গিদের সঙ্গে একইরকম ব্যবহার করা উচিত। তার সাথে তিনি এও বলেন কুলভূষণকে নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এত বাড়াবাড়ি কেন করছে জানি না। পাক জেলে তো আরও কত ভারতীয় নির্যাতনের স্বীকার হচ্ছেন। তাঁদের নিয়ে তো কোনও মাথা ব্যাথা নেই তাদের।সোমবার ইসলামাবাদে কুলভূষণের সঙ্গে দেখা করেন তাঁর স্ত্রী ও মা। সাক্ষাতের আগে তাঁদের টিপ, চুড়ি ও মঙ্গল

পাকিস্তানকে সমর্থন করে এই নেতা যা বললেন শুনলে আপনি রেগে লাল হয়ে যাবেন !!

Image
কুলভূষণ যাদবের মা ও স্ত্রীর সঙ্গে পাকিস্তানের দূরব্যবহার করার পর সারা দেশ পাকিস্তানকে নিয়ে সারা দেশের মানুসের রাগ,এর মধ্যে ও কিছু রাজনৈতিক পার্টির সদস্য এমন মন্তব্য করলেন যা খুবই লজ্জা জনক, সপার রাজ্যসভার সাংসদ নরেশ আগরওয়াল তিনি বলেন পাকিস্তানের কাছে কুলভূষণ একজন জঙ্গি তাই তারা যা করেছে বেশ করেছে। দেখুন সেই ভিডিওটি   #WATCH : "Agar unhone (Pakistan) #KulbhushanJadhav ko aatankwadi apne desh mein mana hai, to wo uss hisaab se vyavhaar karenge; humare desh mein bhi aatankwadiyon ke saath aisa hi vyavhaar karna chahiye, kada vyavhar karna chahiye" says Samajwadi Party leader Naresh Agarwal pic.twitter.com/owm0DJ8xGd — ANI (@ANI) December 27, 2017 আমাদেরও জঙ্গিদের সঙ্গে একইরকম ব্যবহার করা উচিত। তার সাথে তিনি এও বলেন কুলভূষণকে নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এত বাড়াবাড়ি কেন করছে জানি না। পাক জেলে তো আরও কত ভারতীয় নির্যাতনের স্বীকার হচ্ছেন। তাঁদের নিয়ে তো কোনও মাথা ব্যাথা নেই তাদের।সোমবার ইসলামাবাদে কুলভূষণের সঙ্গে দেখা করেন তাঁর স্ত্রী ও মা। সাক্ষাতের আগে তাঁদের টিপ, চুড়ি ও মঙ্গল

পাকিস্তানের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন সুব্রমনিয়ম স্বামী।

Image
আজ পাকিস্তানকে কড়া জবাব দিলেন বিজেপি নেতা সুব্রমনিয়ম স্বামী তিনি বলেন পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করা উচিত ভারতের এবং দরকারে চার টুকরো করতে হবে পাকিস্তানকে। আসলে পাকিস্তান চাই না ভারত শান্তি থাকুক তাই এবার সময় এসেছে পাকিস্তানকে তার ভাসায় জবাব দেবার। বিস্ফোরক মন্তব্য রাজ্যসভার সাংসদ বিজেপি নেতা সুব্রমনিয়ম স্বামীর।সুব্রমনিয়ম বলেন, "কুলভূষণের স্ত্রী এবং মায়ের সঙ্গে যে ব্যবহার করেছে, তা মহাভারতের দ্রৌপদীর বস্ত্রহরণের সমতুল্য।"পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার এটাই সঠিক সময় বলে দাবি করেন বিজেপির এই বর্ষীয়ান নেতা।এটা দুর্ভাগ্যের বিষয়। এমন ব্যবহারে আমরা আহত। পাকিস্তানে বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার সময় এসে গিয়েছে। দরকার হলে চার টুকরো করে দিতে হবে পাকিস্তানকে।মঙ্গলবার কুলভূষণের স্ত্রীকে অবমাননার প্রেক্ষিতে পাকিস্তানের কড়া সমালোচনা করেন স্বামী। কুলভূষণের সঙ্গে সাক্ষাতে গিয়ে তাঁর স্ত্রী এবং মা-কে যেভাবে হেনস্থা করেছে পাকিস্তান, তাকে মহাভারতের দ্রৌপদীর বস্ত্রহরণ সঙ্গে তুলনা করেন তিনি।

পাকিস্তানের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন সুব্রমনিয়ম স্বামী।

Image
আজ পাকিস্তানকে কড়া জবাব দিলেন বিজেপি নেতা সুব্রমনিয়ম স্বামী তিনি বলেন পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করা উচিত ভারতের এবং দরকারে চার টুকরো করতে হবে পাকিস্তানকে। আসলে পাকিস্তান চাই না ভারত শান্তি থাকুক তাই এবার সময় এসেছে পাকিস্তানকে তার ভাসায় জবাব দেবার। বিস্ফোরক মন্তব্য রাজ্যসভার সাংসদ বিজেপি নেতা সুব্রমনিয়ম স্বামীর।সুব্রমনিয়ম বলেন, "কুলভূষণের স্ত্রী এবং মায়ের সঙ্গে যে ব্যবহার করেছে, তা মহাভারতের দ্রৌপদীর বস্ত্রহরণের সমতুল্য।"পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার এটাই সঠিক সময় বলে দাবি করেন বিজেপির এই বর্ষীয়ান নেতা।এটা দুর্ভাগ্যের বিষয়। এমন ব্যবহারে আমরা আহত। পাকিস্তানে বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার সময় এসে গিয়েছে। দরকার হলে চার টুকরো করে দিতে হবে পাকিস্তানকে।মঙ্গলবার কুলভূষণের স্ত্রীকে অবমাননার প্রেক্ষিতে পাকিস্তানের কড়া সমালোচনা করেন স্বামী। কুলভূষণের সঙ্গে সাক্ষাতে গিয়ে তাঁর স্ত্রী এবং মা-কে যেভাবে হেনস্থা করেছে পাকিস্তান, তাকে মহাভারতের দ্রৌপদীর বস্ত্রহরণ সঙ্গে তুলনা করেন তিনি।

মুকুল রায়ের বক্তব চিন্তার তৃণমূল, কি বললেন তিনি জেনে নিন..

Image
মুকুল রায় এবার ঝুলি থেকে বের করতে চান তৃণমূলের কেষ্ট-এর কেলেঙ্কারি। তাই অভিষেকের পর তাঁর নিশানা হচ্ছে অনুব্রত মন্ডল। মুকুল রায় জানিয়েছেন, 'এবার এমন কথা ফাঁস হবে যে, তৃণমূল ওঁকে দলেই রাখবে না।' বীরভূম তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের গড়ে দাঁড়িয়েই হুঙ্কার তুলেছেন মুকুল। এবারে অনুব্রতকে একেবারে অন্য চ্যালেঞ্জ দিলেন মুকুল। মুকুল রায়ের এই চ্যালেঞ্জ শোনার পর অনুব্রতও পাল্টা চ্যালেঞ্জ করে বলেছেন, "মুকুল রায় বীরভূমে এলেই ৪০ হাজার লোক দিতাম। আগে এই জেলায় আসে সেইরকম সমাগম করে দেখান, তারপর তো যুদ্ধ জয় করবেন।" রবিবার সাঁইথিয়ার জনসভায় তিনি অনুব্রতকে হুঁশিয়ারি দিয়ে বলেন, "এখানকার তৃণমূল জেলা সভাপতি শুধু বড়ো বড়ো কথাই বলেন। আমি আজ ওঁকে নিয়ে একটি কথাও বলবো না। বলবো, কিন্তু পরের মিটিংয়ে।" মুকুল অনুব্রতর নাম একবার উচ্চারণ করেননি। কিন্তু তাঁর নিশানায় যে অনুব্রত মন্ডলই রয়েছেন তা তিনি কথার মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন। মুকুল রায় জোর গলায় বলে গেলেন, "পরের মিটিংয়ে এমন একটি তথ্য ফাঁস করবি যে ওঁর পদটাই আর থাকবে না। হয় ওঁকে দল সরিয়ে দেবে, আর সেটা না হলে ও নিজেই দল থেকে সরে যেতে বাধ্য হবে।

মুকুল রায়ের বক্তব চিন্তার তৃণমূল, কি বললেন তিনি জেনে নিন..

Image
মুকুল রায় এবার ঝুলি থেকে বের করতে চান তৃণমূলের কেষ্ট-এর কেলেঙ্কারি। তাই অভিষেকের পর তাঁর নিশানা হচ্ছে অনুব্রত মন্ডল। মুকুল রায় জানিয়েছেন, 'এবার এমন কথা ফাঁস হবে যে, তৃণমূল ওঁকে দলেই রাখবে না।' বীরভূম তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের গড়ে দাঁড়িয়েই হুঙ্কার তুলেছেন মুকুল। এবারে অনুব্রতকে একেবারে অন্য চ্যালেঞ্জ দিলেন মুকুল। মুকুল রায়ের এই চ্যালেঞ্জ শোনার পর অনুব্রতও পাল্টা চ্যালেঞ্জ করে বলেছেন, "মুকুল রায় বীরভূমে এলেই ৪০ হাজার লোক দিতাম। আগে এই জেলায় আসে সেইরকম সমাগম করে দেখান, তারপর তো যুদ্ধ জয় করবেন।" রবিবার সাঁইথিয়ার জনসভায় তিনি অনুব্রতকে হুঁশিয়ারি দিয়ে বলেন, "এখানকার তৃণমূল জেলা সভাপতি শুধু বড়ো বড়ো কথাই বলেন। আমি আজ ওঁকে নিয়ে একটি কথাও বলবো না। বলবো, কিন্তু পরের মিটিংয়ে।" মুকুল অনুব্রতর নাম একবার উচ্চারণ করেননি। কিন্তু তাঁর নিশানায় যে অনুব্রত মন্ডলই রয়েছেন তা তিনি কথার মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন। মুকুল রায় জোর গলায় বলে গেলেন, "পরের মিটিংয়ে এমন একটি তথ্য ফাঁস করবি যে ওঁর পদটাই আর থাকবে না। হয় ওঁকে দল সরিয়ে দেবে, আর সেটা না হলে ও নিজেই দল থেকে সরে যেতে বাধ্য হবে।

রাহুল গান্ধীর মন্দিরে যাওয়া নিয়ে মুখ খুললেন যোগিজি।দেখুন সেই ভাইরাল ভিডিও..

Image
যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের প্রধানমন্ত্রী হয়েছেন ঠিকই কিন্তু তাই বলে  তিনি গোরখপুরের মঠ যাওয়া বন্ধ করেননি।এখনও সুযোগ পেলেই চলে যান গোরক্ষপুর যেখানে তিনি মন্দিরে সময় কাটান।যোগিজির এর গোরক্ষপুর যাওয়া নিয়ে ajtak এর একটি ইন্টার্ভিউতে প্রশ্ন তোলা হলে যোগিজি এমন জবাব দেন যাতে দর্শকগনদের মধ্যে তালি শুরু হয়ে যায়।যোগিজির এই ইন্টারভিউ এ উনাকে নানা রকম পেঁচালো প্রশ্ন করা হচ্ছিলো কিন্তু যোগিজি খুবই পারদর্শিতার সাথে প্রশ্নের উত্তর দেন।যোগিজিকে এ বলা হয় উনি রহুল গান্ধী এখন বিজেপির দেখা দেখি খুব মন্দিরে যাচ্ছে ,এই বিষয়েও যোগিজি দারুণভাবে উত্তর দেন যার জন্য স্টুডিওতে উপস্থিত মানুষজন যোগিজিকে সর্মথন করার জন্য হাততালি দেয়।এমনকি তিনি রাহুল গান্ধীকেও  এক্সপোজ করেন।ভিডিওটি প্রকাশ হওয়ার সাথে সাথে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ে।দেখুন সেই ভিডিও-

রাহুল গান্ধীর মন্দিরে যাওয়া নিয়ে মুখ খুললেন যোগিজি।দেখুন সেই ভাইরাল ভিডিও..

Image
যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের প্রধানমন্ত্রী হয়েছেন ঠিকই কিন্তু তাই বলে  তিনি গোরখপুরের মঠ যাওয়া বন্ধ করেননি।এখনও সুযোগ পেলেই চলে যান গোরক্ষপুর যেখানে তিনি মন্দিরে সময় কাটান।যোগিজির এর গোরক্ষপুর যাওয়া নিয়ে ajtak এর একটি ইন্টার্ভিউতে প্রশ্ন তোলা হলে যোগিজি এমন জবাব দেন যাতে দর্শকগনদের মধ্যে তালি শুরু হয়ে যায়।যোগিজির এই ইন্টারভিউ এ উনাকে নানা রকম পেঁচালো প্রশ্ন করা হচ্ছিলো কিন্তু যোগিজি খুবই পারদর্শিতার সাথে প্রশ্নের উত্তর দেন।যোগিজিকে এ বলা হয় উনি রহুল গান্ধী এখন বিজেপির দেখা দেখি খুব মন্দিরে যাচ্ছে ,এই বিষয়েও যোগিজি দারুণভাবে উত্তর দেন যার জন্য স্টুডিওতে উপস্থিত মানুষজন যোগিজিকে সর্মথন করার জন্য হাততালি দেয়।এমনকি তিনি রাহুল গান্ধীকেও  এক্সপোজ করেন।ভিডিওটি প্রকাশ হওয়ার সাথে সাথে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ে।দেখুন সেই ভিডিও-

পাকিস্তান কুলভূষণের মা ও স্ত্রীকে অপমান করায় , ভারত দিল তাদের কড়া জবাব !!

Image
ভারতীয় বিদেশ মন্ত্রক জানিয়েছে, কুলভূষণের মা ও স্ত্রীয়ের ধর্মীয় এবং সাংস্কৃতিক বিশ্বাসকে সাংঘাতিক ভাবে আঘাত করেছে পাকিস্তান। সাক্ষাৎকারের আগে তাঁদের বাধ্য করা হয়েছে মঙ্গলসূত্র এবং বালা খুলে ফেলতে। কপালের টিপ খুলে ফেলতেও বাধ্য করা হয়েছে।যে পোশাক পরে তাঁরা গিয়েছিলেন, সেই পোশাকেও আপত্তি জানানো হয়েছে।পোশাক বদল করে কুলভূষণের মুখোমুখি হতে দেওয়া হয়েছে অবন্তী এবং চেতনকুলকে। কুলভূষণের মা নিজের ভাষাতে কথা বলতে চান তাই তিনি ছেলের সঙ্গে মাতৃভাষাতেই কথা বলার চেষ্টা করছিলেন। বার বার তাতে বাধা দেন পাক কর্মকর্তারা। শেষ পর্যন্ত থামিয়েই দেওয়া হয় অবন্তী যাদবকে, আর কথা বলতে দেওয়া হয়নি।কুলভূষণ যাদবের মা অবন্তী যাদব এবং স্ত্রী চেতনকুলকে সোমবার সরাসরি কুলভূষণের মুখোমুখি হতে দেওয়া হয়নি। কাঁচের দেওয়ালের দু’পাশে মুখোমুখি বসানো হয়েছিল তাঁদের। ইন্টারকমের মাধ্যমে কথা বলতে হয়েছে। মিনিট ৪৫-এর সাক্ষাৎকারে সারাক্ষণই কুলভূষণকে এবং তাঁর মা ও স্ত্রীকে ঘিরে ছিলেন পাক প্রশাসনিক কর্তারা। নিজেদের মাতৃভাষায় কথা বলতে দেওয়া হয়নি তাঁদের।আসলে পাকিস্তান এই মিথ্যে ঘটনা কি করে লোকাবে সেটাই ভাবছে তার।ভারতের মানবিকতার ফায়দা লুটছে পাকিস

পাকিস্তান কুলভূষণের মা ও স্ত্রীকে অপমান করায় , ভারত দিল তাদের কড়া জবাব !!

Image
ভারতীয় বিদেশ মন্ত্রক জানিয়েছে, কুলভূষণের মা ও স্ত্রীয়ের ধর্মীয় এবং সাংস্কৃতিক বিশ্বাসকে সাংঘাতিক ভাবে আঘাত করেছে পাকিস্তান। সাক্ষাৎকারের আগে তাঁদের বাধ্য করা হয়েছে মঙ্গলসূত্র এবং বালা খুলে ফেলতে। কপালের টিপ খুলে ফেলতেও বাধ্য করা হয়েছে।যে পোশাক পরে তাঁরা গিয়েছিলেন, সেই পোশাকেও আপত্তি জানানো হয়েছে।পোশাক বদল করে কুলভূষণের মুখোমুখি হতে দেওয়া হয়েছে অবন্তী এবং চেতনকুলকে। কুলভূষণের মা নিজের ভাষাতে কথা বলতে চান তাই তিনি ছেলের সঙ্গে মাতৃভাষাতেই কথা বলার চেষ্টা করছিলেন। বার বার তাতে বাধা দেন পাক কর্মকর্তারা। শেষ পর্যন্ত থামিয়েই দেওয়া হয় অবন্তী যাদবকে, আর কথা বলতে দেওয়া হয়নি।কুলভূষণ যাদবের মা অবন্তী যাদব এবং স্ত্রী চেতনকুলকে সোমবার সরাসরি কুলভূষণের মুখোমুখি হতে দেওয়া হয়নি। কাঁচের দেওয়ালের দু’পাশে মুখোমুখি বসানো হয়েছিল তাঁদের। ইন্টারকমের মাধ্যমে কথা বলতে হয়েছে। মিনিট ৪৫-এর সাক্ষাৎকারে সারাক্ষণই কুলভূষণকে এবং তাঁর মা ও স্ত্রীকে ঘিরে ছিলেন পাক প্রশাসনিক কর্তারা। নিজেদের মাতৃভাষায় কথা বলতে দেওয়া হয়নি তাঁদের।আসলে পাকিস্তান এই মিথ্যে ঘটনা কি করে লোকাবে সেটাই ভাবছে তার।ভারতের মানবিকতার ফায়দা লুটছে পাকিস

ক্রিকেটার কাইফ বড়দিন পালন করেছিলেন , আর তারপর উনার সাথে যা হলো জানলে আপনিও রেগে যাবেন।

Image
ধর্মনিরপেক্ষতার দেশ ভারতবর্ষে সকল ধর্মের মানুষ সব উৎসবকেই শ্রদ্ধা করে এবং পারলে আনন্দউৎসবে যোগদান করেন।এই চিন্তা ভাবনা নিয়েই ক্রিস্টমাস পালন করছিলেন প্রাক্তন ক্রিকেটার মোহম্মদ কাইফ।নিজের স্ত্রী এবং সন্তানদের নিয়ে বেশ ভালোভাবেই ক্রিস্টমাস দিনের আনন্দউপভোগ করছিলেন মোহম্মদ কাইফ। নিজের বাড়িতে ক্রিস্টমাস এর জন্য ক্রিসমাস ট্রি, ক্রিস্টমাস উপহার দিয়ে সাজিয়েছিলেন কাইফ।এমকি নিজে সান্তা টুপি পরে সপরিবারে ছবিও তুলেছিলেন কাইফ এবং সেই ছবি ছেড়েছিলেন সোশ্যাল মিডিয়ায়। ছবি ছাড়ার সাথে সাথে ইসলাম কট্টরপন্থীদের রোষের মুখে পড়তে হয় মোহম্মদ কাইফকে।একাধিক জন কট্টরপন্থীর দাবি ক্রিসমাস উৎসব পালন করে ইসলাম বিরোধী কাজ করেছেন কাইফ।অনেকে প্রশ্ন করে বলেছেন কাইফ নাকি যীশুকে আল্লাহর থেকে এগিয়ে রেখেছেন । একজন বলেছেন  মুসলিম টুপির পরিবর্তে তার মাথায় শান্তার টুপি শোভা পাচ্ছে! যদিও কিছু জন কাইফের সমালোচনা ছেড়ে তার সুনাম করেছেন।অনেকে বলেছেন,কাইফ ক্রিস্টমাস পালন করে একজন ভালো মানুষের পরিচয় দিয়েছেন। তবে এই প্রথমবার নয় এর আগেও সোশ্যাল মিডিয়ায় সূর্য প্রণাম এর ছবি পোস্ট করে কট্টরপন্থীদের রোষের মুখে পড়তে হয়েছিল তাকে।সমালোচণা করে

ক্রিকেটার কাইফ বড়দিন পালন করেছিলেন , আর তারপর উনার সাথে যা হলো জানলে আপনিও রেগে যাবেন।

Image
ধর্মনিরপেক্ষতার দেশ ভারতবর্ষে সকল ধর্মের মানুষ সব উৎসবকেই শ্রদ্ধা করে এবং পারলে আনন্দউৎসবে যোগদান করেন।এই চিন্তা ভাবনা নিয়েই ক্রিস্টমাস পালন করছিলেন প্রাক্তন ক্রিকেটার মোহম্মদ কাইফ।নিজের স্ত্রী এবং সন্তানদের নিয়ে বেশ ভালোভাবেই ক্রিস্টমাস দিনের আনন্দউপভোগ করছিলেন মোহম্মদ কাইফ। নিজের বাড়িতে ক্রিস্টমাস এর জন্য ক্রিসমাস ট্রি, ক্রিস্টমাস উপহার দিয়ে সাজিয়েছিলেন কাইফ।এমকি নিজে সান্তা টুপি পরে সপরিবারে ছবিও তুলেছিলেন কাইফ এবং সেই ছবি ছেড়েছিলেন সোশ্যাল মিডিয়ায়। ছবি ছাড়ার সাথে সাথে ইসলাম কট্টরপন্থীদের রোষের মুখে পড়তে হয় মোহম্মদ কাইফকে।একাধিক জন কট্টরপন্থীর দাবি ক্রিসমাস উৎসব পালন করে ইসলাম বিরোধী কাজ করেছেন কাইফ।অনেকে প্রশ্ন করে বলেছেন কাইফ নাকি যীশুকে আল্লাহর থেকে এগিয়ে রেখেছেন । একজন বলেছেন  মুসলিম টুপির পরিবর্তে তার মাথায় শান্তার টুপি শোভা পাচ্ছে! যদিও কিছু জন কাইফের সমালোচনা ছেড়ে তার সুনাম করেছেন।অনেকে বলেছেন,কাইফ ক্রিস্টমাস পালন করে একজন ভালো মানুষের পরিচয় দিয়েছেন। তবে এই প্রথমবার নয় এর আগেও সোশ্যাল মিডিয়ায় সূর্য প্রণাম এর ছবি পোস্ট করে কট্টরপন্থীদের রোষের মুখে পড়তে হয়েছিল তাকে।সমালোচণা করে