তৃণমূল ছেড়ে বিজেপিতে আসার পর যা বললেন তা শুনলে আপনিও চমকাবেন...
বিজেপি ধীরে ধীরে বাড়ছে ঝড়ের গতিতে তার প্রমান আবারও কাল পাওয়া গেল,কাল ১৫ জন তৃণমূল কর্মীকে নিয়ে শিলিগুড়ির বাঘাযতীন পার্কে বিজেপির দলীয় সমাবেশে মুকুল রায় ও দিলীপ ঘোষের উপস্থিতিতে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন,তবে যোগ দেওয়ার ইঙ্গিত দিয়ে রেখেছিলেন একদিন আগেই।
তৃণমূল ত্যাগের পর শিখাকে বলতে শোনা যায়, দিদি যে আদর্শ নিয়ে দল তৈরী করেছিলেন, সেই দলকে নোংরা করছে বিভিন্ন রাজনৈতিক দল থেকে আসা কর্মীরা। "এই দল মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করতে চাননি,তৃণমূল ত্যাগের পর শিখাকে বলতে শোনা যায়পূর্ত কর্মাধ্যক্ষ হিসাবে সেই নির্মাণ প্রকল্প পর্যবেক্ষণ করে তাতে বাধা দেন শিখা। আর এর জন্য তাঁকে মারধর করা হয় বলেও অভিযোগ তৃণমূল ত্যাগী নেত্রীর। প্রথমিকভাবে পুলিস অভিযুক্তদের গ্রেফতার করলেও দলের বর্তমান নেতৃত্ব তাদের জামিনের ব্যবস্থা করে বলেও অভিযোগ করেন শিখা চ্যাটার্জি।তৃণমূল এর চাপ বাড়ছে রাজ্যে এখন দেখার বিসয় পঞ্চায়েত ভোটে কি হয় বিজেপি কি পারবে টক্কর দিতে।
Comments
Post a Comment