Posts

Showing posts with the label bengali rashifal

মুসলিম মহিলাদের ন্যায় দিলেন মোদী সরকার, লোকসভায় পাশ হলো তিন তালাক বিল bengali rashifal

লোকসভায় মনসুন অধিবেশনে বৃহস্পতিবার তিন তালাক বিল পাশ হয়। এই বিল নিয়ে দিনভর একের পর এক তর্ক-বিতর্ক হয় সংসদে। এই বিলের পক্ষে ৩০৩ এবং বিপক্ষে ৮২ টি ভোট পড়ে। কংগ্রেস, ডিএমকে, এনসিপি, টিডিপি, জেডিইউ এবং তৃণমূল এই বিলের বিরোধিতা করে। এমনকি তৃণমূল সমেত সমস্ত বিরোধী দলের সাংসদেরা ভোটাভুটি তে হেরে ওয়াক আউট করেন। এই বিল গত লোকসভাতেও পাশ হয়েছিল, কিন্তু রাজ্য সভায় গিয়ে এই বিল আটকে যায়। ১৬ তম লোকসভা কার্যকাল শেষ হওয়ার পর মোদী সরকার এই বিলে কিছু বদল এনে, আবারও সংসদে পেশ করে। এর সাথে সংসদীয় কার্জমন্ত্রী লোকসভার অধিবেশন বাড়িয়ে আগামী ৭ই আগস্ট পর্যন্ত করার দাবি তোলেন।  bengali rashifal  এরপর লোকসভার স্পীকার এই দাবি মেনে অধিবেশন ৭ই আগস্ট পর্যন্ত বাড়িয়ে দেন। লোকসভায় তিন তালাক বিল পাশ করানো জন্য ভোটিং করানো হয়। সংসদে সরকারের পক্ষে ৩০৩ আর বিপক্ষে ৮২ টি ভোট পড়ার সাথে সাথে আবারও লোকসভায় তিন তালাক বিল পাশ করিয়ে নিয়ে মোদী সরকার। All India Majlis-e-Ittehadul Muslimeen এর সাংসদ তথা প্রধান আসাদউদ্দিন ওয়াইসি এই বিলের বিরুদ্ধে আওয়াজ তোলেন। উনি এই বিলে সংশোধন করার দাবি করেন, কিন্তু ওনার দাবি খারিজ হয়ে যায়। ত...