Posts

Showing posts from January, 2020

আমরা সুপ্রিম কোর্টকে মানি না, আফজল গুরু নির্দোষ ছিল: CAA এর বিরোধিতা করতে গিয়ে বললেন মহিলা

CAA ও NRC নিয়ে দেশজুড়ে যে বিতর্ক চলছে তা থামার নাম নিচ্ছে না। একের পর এক ভিডিও সামনে আসছে যেখানে CAA ও NRC এর বিরোধের আসল উদেশ্য প্রকাশ পাচ্ছে। Bartaman Patrika এই বিরোধের পেছনে পপুলার ফ্রন্টের হাত রয়েছে তা আগেই ফাঁস হয়েছে। শাহীন বাগে CAA/NRC এর বিরুদ্ধে যে প্রদর্শন দেখা মিলেছে তাতে টাকার বিনিময়ে মহিলাদের বসানো হয়েছিল বলে দাবি উঠেছে। মাথা পিছু ৫০০ টাকার বিনিময়ে মুসলিম মহিলারা বিরোধ প্রদর্শন দেখিয়েছেন বলে খবর মিলেছে। এখন এক CAA নামে প্রদর্শনকারী যুবতী তার ভাষণে এমন কথা বলেছে যা পুরো দেশকে আক্রোশিত করেছে। সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও ভাইরাল হয়েছে যেখানে এক যুবতী সুপ্রিম কোর্টকে না মানার কথা বলেছে। अब उस नापाक शरजील इमाम के बाद जरा इस मोहतरमा को भी सुन लीजिए- “हमें किसी पे भरोसा नहीं है” “इस Supreme Court पर भी विश्वास नहीं” अफ़ज़ल गुरु निर्दोष था रामजन्मभूमि पर मस्जिद बनना था … दोस्तों इतने ज़हर की खेती(वो भी mass manufacturing) इन कुछ ही दिनो में तो नहीं हुआ होगा??  pic.twitter.com/S6IWU22gKo — Sambit Patra (@sambitswaraj)  January 26, 2020 https://platform.twitter.com/widgets.js মঞ্চ থেকে

সারজিল ইমামকে গ্রেফতার করতে দিল্লী পৌঁছে গেল যোগী পুলিশের দুটি টিম! ভারত ভাঙার স্বপ্ন দেখেছিল JNU ছাত্র

Image
দেশজুড়ে NRC বা CAA নিয়ে যে বিরোধ চলছে তার পেছনে মূল একটা এজেন্ট প্রকাশ পেয়েছে। সাম্প্রদায়িক উস্কানি দিয়ে দাঙ্গা ফ্যাসাদ করিয়ে উত্তরপূর্ব ভারতকে ভারত দেশ থেকে আলাদা করার একটা বড়ো ষড়যন্ত্র প্রকাশ পেয়েছে।  ABP Ananada  NRC,CAA এর বিরুদ্ধে বিরোধের সময় প্রদর্শণকারীদের হাতে জাতীয় পতাকা, মুখে জাতীয় সঙ্গীত দেখা গেছে ঠিকই। তবে শাহীন বাগ প্রদর্শনের মাস্টার মাইন্ড সারজিল ইমাম নিজের ভাষণেই সমস্থ ষড়যন্ত্র উগরে ফেলেছে। সারজিল ইমাম তার ভাষণে এই বিরোধিতার মূল উদেশ্য ও পরবর্তী টার্গেট ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করেছে। JNU থেকে এতদিন শুধুমাত্র ‘ভারত তেরে টুকরে হঙ্গে’ শ্লোগান শোনা যেত। তবে JNU এর ছাত্র সারজিল ইমাম ভারতকে ভাঙার পুরো পরিকল্পনা করে ফেলেছে তা সে নিজের মুখেই প্রকাশ করেছে। সারজিল ইমাম ভিড়ের সামনে বলেছে ‘আমরা উত্তর-পূর্ব কে ভারত থেকে সম্পূর্ণ আলাদা করে দিতে পারি। সম্পূর্ণভাবে না পারলেও আমরা কিছুদিনের জন্য আলাদা তো করতেই পারি। আসাম কে আলাদা করা আমাদের দায়িত্ব।’ এখন তিন রাজ্যের পুলিশ সারজিল ইমামকে গ্রেফতার করার তাগিদে মাঠে নেমে পড়েছে। এমনকি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকেও

বিনা অনুমতিতে CAA বিরোধী প্রদর্শন করছিল ভীম আর্মি প্রধান চন্দ্রশেখর! হায়দ্রাবাদ পুলিশ করলো গ্রেফতার

Image
ভীম আর্মি প্রধান চন্দ্রশেখর আজাদকে (Chandrashekhar Azad) হায়দরাবাদে গ্রেফতার করে নেওয়া হয়েছে। অনুমতি ছাড়াই CAA এবং এনআরসির বিরুদ্ধে বিক্ষোভে অংশ নেওয়ার জন্য রবিবার তেলেঙ্গানা পুলিশ চন্দ্রশেখরের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে।  Sangbad Pratidin  হায়দ্রাবাদ পুলিশ জানিয়েছে, চন্দ্রশেখর আজাদ এর নেতৃত্বে বিনা অনুমতিতেই লঙ্গড় হাউস থানার সীমানায় বিরোধ প্রদর্শন চলছিল। যার জন্য হায়দ্রাবাদ পুলিশ পদক্ষেপ নিয়ে চন্দ্রশেখর আজাদকে পুলিশি হেফাজতে নেয়। তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে, ভীম আর্মি প্রধান আদালত থেকে শর্তসাপেক্ষে মুক্তি পেয়ে বাইরে আছেন। এর আগে বুধবার চন্দ্রশেখরও দিল্লির শাহীনবাগে চলমান আন্দোলনে পৌঁছেছিলেন। তিনি সেখানে বিক্ষোভকারীদের উদ্যেশে উস্কানি মূলক ভাষণ দেন। তিনি জামিয়া মিলিয়া ইসলামিয়ায়ও গিয়েছিলেন, যেখানে CAA নিয়ে ব্যাপক উপদ্রব হয়েছিল এবং সরকারি সম্পত্তিতে আগুন লাগানো হয়েছিল। ২০ ডিসেম্বর নয়াদিল্লিতে জামে মসজিদের নিকটে CAA এর বিরুদ্ধে আজাদ উস্কানি মূলক মন্তব্য করেছিলেন। জামা মসজিদের সামনে আজাদ যে ভাষণ দিয়েছিলেন তার জন্য উনার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। দাঙ্গা উস্কে দেওয়ার, সরকারি কাজে

ওমর আবদুল্লাহর নতুন ছবি দেখে দুঃখ পেলেন মমতা ব্যানার্জী! বললেন গণতান্ত্রিক দেশে এ কি অবস্থা

Image
জম্মু ও কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়া ৩৭০ অনুচ্ছেদ বাতিলের পরে প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহর (Omar Abdullah)  একটি নতুন ছবি সামনে এসেছে। বিখ্যাত সাংবাদিক রুবিকা লিয়াকত তার টুইটার হ্যান্ডেলে ওমর আবদুল্লাহর ছবি প্রকাশ করেছে।  24 ghanta live  ছবিতে দেখা যাচ্ছে ওমর আবদুল্লাহ যেন আর আগের সেই ওমর আবদুল্লাহর নেই। উনার মুখ দাড়ি গোঁফে পরিপূর্ণ হয়ে গেছে। কাশ্মীরের লোকজনের মুখে পরিবেশগত কারণে একটা উজ্বলতা দেখা মিলে সেটাও কোথাও যেন হারিয়ে গেছে। ছবিতে উনাকে হাসতে দেখা যাচ্ছে। ছবির উপর টুইটার থেকে ভিন্ন ভিন্ন পতিক্রিয়া সামনে এসেছে। ব্যবহারকারীরা বলেছেন যে ওমর আবদুল্লাহকে সরকার ভাল যত্ন নিয়েছে। আটক হওয়ার পরে গত বছর অক্টোবরে ন্যাশনাল কফি এর নেতার ছবি প্রকাশ পেয়েছিল, তাতে তাঁর চুল খুব ছোট ছিল এবং তার মুখে হালকা দাড়ি ছিল। সোশ্যাল মিডিয়ায় থেকে ছবিটির উপর যে পতিক্রিয়া গুলি সামনে আসছে তা বেশ মজাদার। কেও বলেছেন, ‘কিয়া সে কিয়া হো গায়ে দেখতে দেখতে’, কেও আবার বলেছেন মোদী সরকার ভালো রকম ওষুধ দিয়েছে ওমর আবদুল্লাহকে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী (Mamata Banerjee) বলেছেন “আমি ওমর আব্দুল্লা

যদি আমি ভারতে থাকতাম, তাহলে নোবেল পুরস্কার পেতাম না! বললেন নোবেল বিজয়ী অভিজিৎ ব্যানার্জী

Image
নোবেল পুরস্কার বিজয়ী (nobel laureates) অর্থশাস্ত্রী অভিজিৎ ব্যানার্জী (Abhijit Banerjee) অনুযায়ী, যদি উনি ভারতে থাকতেন তাহলে ওনার পক্ষে নোবেল পুরস্কার জয় করা সম্ভব হতনা।  eisamay  উনি বলেন, এমন না যে ভারতে প্রতিভার অভাব আছে, কিন্তু এখানে বিশেষ প্রণালীর দরকার। এই কথা উনি জয়পুর লিটারেচার ফেস্টিভালে বলেন। উনি বলেন, MIT (Massachusetts Institute of Technology) তে পিএইচডি করা অনেক ছাত্র আছে। আমি অনেক কাজের শ্রেয় পেয়েছি, কিন্তু সেগুলো অন্যেরা করেছি। কোন এক ব্যাক্তির কাছে এটা হাসিল করে নেওয়া সম্ভব না। দেশের রাজনৈতিক স্থিতি নিয়ে অভিজিৎ ব্যানার্জী বলেন, ভারতে একটি ভালো বিরোধী দলের দরকার। শাসকদলেরও একটি ভালো বিপক্ষের দরকার পড়ে। খারাপ আর্থিক অবস্থা নিয়ে অভিজিত ব্যানার্জী বলেন, আপাতত এটা মনে হচ্ছে না যে আমরা খুব শীঘ্রই এই সমস্যা থেকে উঠতে পাড়ব। এখনো সময় লাগবে। আর্থিক অবস্থার উন্নতির জন্য আসতে আসতে কোন একটি জিনিষে কাজ করতে হবে। মুম্বাইতে জন্ম অভিজিৎ ব্যানার্জী কলকাতা বিশ্ববিদ্যালয় আর জওহর লাল নেহরু বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা প্রাপ্ত করেছেন। উনি হাওয়ার্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি উপাধি পেয়েছেন আর MIT

ফিরহাদ হাকিম করলেন দেশের অপমান! POK ও অক্সাই চীনকে বাদ দেওয়া ভারতের মানচিত্রকে করলেন প্রমোট

Image
তৃণমূল নেতা ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) একজন পাকিস্তানপ্রেমী- এই অভিযোগ বহুবার উঠিয়েছে বিজেপি সমর্থকরা। ফিরহাদ হাকিমের মিনি পাকিস্তান নিয়ে মন্তব্যও বেশ চর্চায় এসেছিল।  ebela  আর এখন আরো একবার ফিরহাদ হাকিম দেশ বিরোধী টুইট করে পাকিস্তান সমর্থক তকমা পেয়েছেন। আসলে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম জনগণকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানাতে গিয়ে নিজের সাথে ভারতের এমন ছবি প্রমোট করেছেন যা পুরো দেশকে লজ্জিত করেছে। আসলে ফিরহাদ হাকিম ভারতের মানচিত্র ও তার নিজের ছবি পোস্ট করেছেন যেখানে ভারতের ম্যাপ ভুল দেখানো হয়েছে। ফিরহাদ হাকিমের সাথে ভারতের যে মানচিত্র রয়েছে তাতে POK ও অক্সাই চীনকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এখন লক্ষণীয় বিষয় এই যে, ফিরহাদ হাকিম এখন একটা বড়ো পদে বসে রয়েছেন তথা প্রশাসনিক ক্ষমতায় রয়েছেন। এমন অবস্থায় এই ধরণের ছবি পোস্ট করে নিজের সাথে সাথে পুরো দেশকে লজ্জিত করেছেন। ফিরহাদ হাকিম এর দ্বারা প্রকাশ করা ছবি আন্তর্জাতিক মিডিয়াতেও ভারতের মাথা হেট করবে কারণ উনি দেশের একটা আধিকারিক পদে রয়েছেন। এর আগেও ফিরহাদ হাকিম কলকাতার এক মুসলিম বহুল এলাকাকে মিনি পাকিস্তান বলেছিলেন। সেই সময় বিজেপি এটাকে

কাশ্মীর ইস্যু নিয়ে পাকিস্তানকে সপাটে চর আমেরিকার, USA জানালো পাকিস্তানকে বিশ্বাস করা কঠিন!

Image
আমেরিকা আরও একবার জম্মু কাশ্মীর ইস্যু নিয়ে ভারতের তরফদারি করল।  bangla khobor  আমেরিকার একটি কংগ্রেশনাল রিপোর্টে বলা হয়েছে যে, পাকিস্তানি নেতৃত্বদের কাছে জম্মু কাশ্মীর নিয়ে ভারতের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিক্রিয়া দেওয়ার বিকল্প সীমিত। অনেক বিশ্লেষকের মতে, ইসলামাবাদের সাথে জঙ্গি সংগঠন গুলোর গোপন সম্পর্ক থাকার কারণে এই ইস্যুতে পাকিস্তানের বিশ্বসনীয়তা অনেক কম। কংগ্রেশনাল রিসার্চ সার্ভিস (CRS) ছয় মাসেরও কম সময়ে কাশ্মীর নিয়ে তাঁদের দ্বিতীয় রিপোর্টে জানায়, সম্প্রতি বছর গুলোতে সেনা অভিযানের মাধ্যমে পরিস্থিতি বদল করার ক্ষমতা কমেছে পাকিস্তানের, আর এর মানে হল পাকিস্তান এখন শুধু কূটনৈতিকের উপরেই ভরসা করতে পারে। কংগ্রেশনাল রিসার্চ সার্ভিস আমেরিকা কংগ্রেসের স্বাধীন তদন্তকারী সংগঠন, যেটা আমেরিকার সাংসদদের নিয়ে রিপোর্ট তৈরি করে। CRS ১৩ জানুয়ারির ওই রিপোর্টে জানায় যে, পাঁচ আগস্টের পর থেকে পাকিস্তান কূটনৈতিক দিক থেকেও পিছিয়ে গেছে। শুধুমাত্র তুর্কি তাঁদের সমর্থন করেছে। আপনাদের জানিয়ে রাখি, পাঁচই আগস্ট জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নিয়ে কেন্দ্র শাসিত রাজ্যের দরজা দেওয়ার পর পাকিস্তান আর ভারতের সম্পর্কে

ট্যুইট করে নেতাজি সুভাষ বসুকে নিয়ে এক অজানা তথ্য সামনে আনলেন প্রধানমন্ত্রী মোদী

সুভাষ চন্দ্র বসু (Subhash Chandra Bose) এর আজ ১২৩ তম জন্ম জয়ন্তী।  bangla khobor  আর আজকের এই শুভ দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) বলেন, ভারতীয় সাথিদের উন্নতি আর ভালোর জন্য সর্বদা এগিয়ে থাকা নেতাজি’কে এই দেশ চিরকাল মনে রাখবে। নরেন্দ্র মোদী ট্যুইট করে ১.৫৫ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করে স্বাধীনতা সংগ্রামে নেতাজির যোগদানের ব্যাপারে বলেন, আর দেশে স্বাধীনতায় ওনার বলিদান স্মরণ করেন। On 23rd January 1897, Janakinath Bose wrote in his diary, “A son was born at midday.” This son became a valorous freedom fighter and thinker who devoted his life towards one great cause- India’s freedom. I refer to Netaji Bose, who we proudly remember on his Jayanti today.  pic.twitter.com/wp3UjudKJ4 — Narendra Modi (@narendramodi)  January 23, 2020 https://platform.twitter.com/widgets.js প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘ভারত। নেতাজি সুভাষ চন্দ্র বসুর বীরত্ব আর উপনিবেশবাদের বিরোধিতায় ওনার যোগদান সবসময় মনে থাকবে। উনি ভারতীয়দের উন্নতি আর ভালোর জন্য সর্বদা এগিয়ে থাকতেন।” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদ

মৃত্যুর সাজা পাওয়া দোষীদের সাতদিনে ফাঁসি দেওয়ার জন্য সুপ্রিম কোর্টে আবেদন করল কেন্দ্র সরকার

Image
কেন্দ্র সরকার সুপ্রিম কোর্টের কাছে আবেদন করেছে যে, মৃত্যুর সাজা পাওয়া দোষীদের যেন সাতদিনে ফাঁসি দেওয়া হয়। এই বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রক সুপ্রিম কোর্টে একটি আবেদন দাখিল করেছে।  India News ২০১২  এর নির্ভয়া গণধর্ষণ এবং হত্যা মামলার দোষী দ্বারা পুনর্বিচার আবেদন, সংশোধন আবেদন এবং প্রাণ ভিক্ষার আবেদন দায়ের করার কারণে মৃত্যুর সাজায় অনেক দেরী হয়, আর এর মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রকের এই আবেদন অনেক গুরুত্বপূর্ণ বলেই ধরা হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রক এই আবেদনে আদালতের কাছে অনুরোধ করেছে যে, মৃত্যুর সাজা পাওয়া দোষীদের পুনর্বিচার আবেদন খারিজ হওয়ার পর সংশোধন আবেদন দাখিল করার সময় সীমা যেন বেঁধে দেওয়া হয়। মন্ত্রালয় এই দেওয়ারও অনুরোধ করেছে যে, যদি মৃত্যুর সাজা পাওয়া দোষী প্রাণ ভিক্ষার আবেদন দাখিল করতে চায় তাহলে তাঁর জন্য ফাঁসির ওয়ারেন্ট জারি করার সাত দিনের মধ্যে আবেদন যেন দাখিল করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রক শীর্ষ আদালতে জানায় সমস্ত সক্ষম আদালত, রাজ্য সরকার আর জেল প্রশাসনকে এটা অনিবার্য করতে হবে যে দয়ার আবেদন অস্বীকার করার আট দিনের মধ্যে যেন সাজার ওয়ারেন্ট জারি করা হয়ে, আর সাথী দোষীর পুনর্বিচার আবেদন, সংশোধন আবেদন আর

ভারত বিশ্বের সবথেকে বিপদজ্জনক দেশ, থাকার অযোগ্য: জাভেদ জাফরি, বলিউড অভিনেতা

Image
দেশের বিরুদ্ধে বলার কারণে বলিউডের তারকারা বহুবার খবরের শিরোনামে উঠে এসেছেন। কখনো ভারত দেশকে অসহিষ্ণু বলা আবার কখনো ভারতকে বাঁচার অযোগ্য বলা ইত্যাদি নান রকম মন্তব্য সামনে আসতেই থাকে। এখন আরো একবার অভিনেতা জাভেদ জাফরি (Javed Jaffrey)বিতর্কিত মন্তব্য করেছেন। জাভেদ জাফরি বলেছেন, ভারত ( India ) বিশ্বের সবথেকে বিপজ্জনক দেশ। জাভেদ জাফরি পাকিস্তানের একটি ওয়েবসাইট অবলম্বন করে দেশকে কুখ্যাত করার চেষ্টা করেছেন। যা নিয়ে বেশ বড়ো বিতর্ক সৃষ্টি হয়েছে। জাভেদ জাফরি তথ্য যাচাই না করেই ভারতকে সবথেকে বিপজ্জনক দেশ বলে দাবি করেছিলেন। পাকিস্তানের এক ওয়েবসাইট News BOX এর খবর শেয়ার করে জাভেদ জাফরি ভারতকে বিপদজনক দেশ হিসেবে দাবি করেছিলেন। যার পরেই দেশের মানুষ টুইটের প্রতিক্রিয়ায় জবাব দিতে শুরু করেন। সকলে উনাকে তথ্য যাচাইয়ের জন্য বলেন। তৎপর জাভেদ জাফরি নিজের ভুল বুঝতে পারেন। পাকিস্তানের ওয়েবসাইট যে ভারতের নিয়ে ভুল তথ্য ছড়িয়েছে তা বোঝা মাত্র জাভেদ জাফরি নিজের টুইট ডিলেট করেন। একই সাথে উনি নিজের ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে নেন।The Spectator Index কে অবলম্বন করে পাকিস্তানের ওয়েবসাইট তাদের দাবি করেছিল। The Spectator

করোনা ভাইরাসের কারণে হাহাকার পরিস্থিতি চীনে! মৃত ৪০ এরও বেশি, আক্রান্ত ১২৮৭ জন, এক ভারতীয়ও আক্রান্ত

Image
চীনের (China) মধ্যে হাহাকার পরিস্থিতি উৎপন্ন হয়েছে, কারণ করোনা (Coronavirus) নামের ভাইরাস। প্রায় ৪১ জন মানুষ এই ভাইরাসের দ্বারা আক্রান্ত হয়ে মারা গেছে। চীনের সরকারি তথ্য অনুযায়ী এখনও অবধি চীনে ১২৮৭ জন মানুষ এই ভাইরাসে আক্রান্ত। আসল পরিসংখ্যান আরো বেশি হতে পারে বলে অনেকে মত প্রকাশ করছে। এই ভাইরাসের আতঙ্কের কারনে প্রায় ৪২ মিলিয়ন বা সাড়ে ৪ কোটি মানুষকে নজদারিতে রাখা হয়েছে বলে খবর সামনে আসছে। করোনা ভাইরাস চীন থেকে শুরু করে পুরো বিশ্বে যেভাবে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে, তা অত্যন্ত ভয়ানক বলে মনে করা হচ্ছে। ভয়ঙ্করতম বিষয় এই যে, চীনের ১৬ টি শহরকে সম্পূর্ন লকডাউন করে দেওয়া হয়েছে। অর্থাৎ ১৬ টি শহরে বিমান, ট্রেন চলাচল একেবারে স্তব্ধ হয়ে পড়েছে। ১৬ টি শহরের অভ্যন্তরীণ অবস্থায় মোটেই ভালো নেই। যোগাযোগ ব্যাবস্থা সম্পূর্ণভাবে বন্ধ থাকায় মানুষজন প্রায় বন্দির মতো স্থিতির মুখোমুখি হয়েছে। অবস্থা এতটাই ভয়ানক যে, চীনের চিকিৎসার জন্য হাসপাতাল কম পড়ছে। মানুষজনের আতঙ্ক পুরো চীনবাসীকে কাঁদিয়ে ফেলেছে। এমন এমারর্জেন্সী পরিস্থিতিতে চীন মাত্র ৬ দিনের মধ্যে একটা বড়ো হাসপাতালে গড়ার সিধান্ত নিয়েছে। মাত্র ৬ দিনের মধ্যে ১০০০ শয্

পশ্চিমবঙ্গ ও কাশ্মীরের নিয়ে বিশেষ মাস্টারপ্ল্যান করছে মোদী সরকার! কাশ্মীরের জন্য ৮০ হাজার কোটি টাকার প্যাকেজের ঘোষণা কেন্দ্রের

Image
বাংলা (West Bengal) ও কাশ্মীর (Kashmir) নিয়ে কেন্দ্রের মোদী সরকার একটা বিশেষ পরিকল্পনা রয়েছে তার আভাস অনেক আগেই থেকেই মিলেছে। কারণ কাশ্মীর ও বাংলা এমন দুটি স্থান যা ভারতের অর্থনীতিকে দ্রুতগতিকে টেনে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে। তার জন্য অবশ্য সঠিক পরিকল্পনা ও নীতির প্রয়োজন রয়েছে। এক সময় অখন্ড ভারতের হৃদয়স্থান হিসেবে পরিচিত ছিল বঙ্গদেশ তথা বঙ্গভূমি। অন্যদিকে কাশ্মীর পৃথিবীর ভুসর্গ হিসেবে পরিচিত ছিল। সুখ, শান্তি, সমৃদ্ধি ও কালচারের দিক থেকে পুরো ভারতকে নেতৃত্ব দিত এই বঙ্গভূমি। পুরো ইউরোপের সম্পত্তিকে ৪ গুন করলে বঙ্গের এক প্রান্তের সম্পত্তির সমানে আসতো না। এই কারণেই ইংরেজরা বঙ্গভুমিকে পরিকল্পনা মাফিক খণ্ড খন্ড করে দিয়েছে। এখন ভারতে পড়ে রয়েছে শুধুমাত্র পশ্চিমবঙ্গ, অবশ্য এই ভুমিকে কাজ লাগাতে পারলে দেশ অনেক উচ্চতায় পৌঁছাতে পারবে। যদিও বাংলাকে নিয়ে সরকারের কি পরিকল্পনা বা সরকার কিভাবে কাজ শুরু করবে তা নিয়ে কোনো রিপোর্ট প্রকাশ করা হয়নি। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক ভাষণে বলেছিলেন যে পূর্ব ভারতের ইঞ্জিন হিসেবে উনি পশ্চিমবঙ্গকে তৈরি করার স্বপ্ন দেখেন। অন্যদিকে কাশ্মীর থেকে ধারা ৩৭০ অপসারণের পর

মোদী সরকার আমার স্বাধীনতা কেড়ে নিচ্ছে, আমাকে হেনস্থা করা হচ্ছে: ইলতাজা মুফতি, মেহেবুবা মুফতির কন্যা

Image
পিডিপি প্রমুখ এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির (Mehbooba Mufti)কন্যা ইলতিজা মুফতি SSG ( Special Service Group)এর উপর হয়রানির অভিযোগ তুলেছেন। ইলতিজা বলেছেন যে আমার মতো মেয়েদের প্রতি নজর রাখার পরিবর্তে স্বরাষ্ট্র মন্ত্রকের উচিত অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে এর সংস্থান ব্যবহার করা। তাতে করদাতাদের অর্থের ভাল ব্যবহার করবে। ইলতিজা অভিযোগ করেছেন যে এসএসজি, আইবি এবং সিআইডির মতো সংস্থা তাদের কার্যক্রম পর্যবেক্ষণ করছে। ইলতিজা তার টুইটে বলেছিলেন যে এসএসজি আমাকে হেনস্থা ও অবৈধভাবে আটক করার পরে স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে রিপোর্ট করেছিল। আমাকে এইভাবে হয়রানি করা হচ্ছে। সুরক্ষার নামে আমার স্বাধীনতা চূর্ণ করা যায় না। সম্প্রতি গ্রেপ্তার হওয়া জে কে পুলিশের ডিএসপি উদাহরণ দিয়ে ইলতিজা বলেছিলেন যে আমি এই লোকদের ছাড়া নিরাপদে আছি। এর আগেও ইলতাজা তার মাকে গৃহবন্দি করে রাখা নিয়ে প্রশ্নঃ তুলেছিলেন। প্রসঙ্গত জানিয়ে দি, মেহেবুবা মুফতির মেয়ে ইলতাজা মুফতি এখন তার মেয়ের টুইটার হ্যান্ডেল ব্যাবহার করেন। ইলতাজা তার মায়ের টুইটার একাউন্ট থেকে প্রায় সময় মোদী ও অমিত শাহের উপর আক্রমন করেন। প্রধানমন্ত্রী মোদী

অভিনেতা শক্তি কাপুর করলেন খোলাখুলি বিজেপির সমর্থন! দিল্লীর নির্বাচনে মনোজ তেওয়ারী পাশে দাঁড়ালেন শক্তি কাপুর

Image
সম্প্রতি রাজনীতি ও বলিউড জগত এর একটা রেষারেষি শুরু হয়েছে। বলিউড জগৎ থেকে আক্রমন, সমালোচনা, প্রশংসার মতো প্রতিক্রিয়া রাজনৈতিক জগতের জন্য সামনে আসছে।  Bangla News  বিগত দুদিন ধরে নাসিরউদ্দিন ও অনুপম খেরের মধ্যে যে দ্বন্দ শুরু হয়েছে তাও রাজনৈতিক রূপ নিয়েছে। আর এখন বলিউডের পুরানো ও বিখ্যাত অভিনেতা শক্তি কাপুর মাঠে নেমেছেন। পুরানো সময়ের বলিউড স্টার ও বিখ্যাত অভিনেতা শক্তি কাপুর দিল্লীর রাজনৈতিক আবহাওয়া নিয়ে মন্তব্য করেছেন। দিল্লীতে আম আদমি বনাম বিজেপির যে লড়াই শুরু হয়েছে তাতে শক্তি কাপুর বিজেপিকে সমর্থন জানিয়ে দিয়েছেন। শক্তি কাপুর (Shakti Kapoor) খোলাখুলিভাবে বিজেপিকে সমর্থন জানিয়েছেন। দিল্লীর বিজেপি রাজ্য সভাপতি মনোজ তেওয়ারীকে নিয়েও উনি বিবৃতি দিয়েছেন। দিল্লিতে বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণার পর থেকে রাজনৈতিক মহলে আলোড়ন রয়েছে। বিজেপি থেকে মুখ্যমন্ত্রী প্রার্থী কে হবেন তা এখনও পরিষ্কারভাবে জানানো হয়নি। তবে শক্তি কাপুর ইঙ্গিতে তার বক্তব্যে জানিয়েছেন যে মনোজ তিওয়ারিও দিল্লির মুখ্যমন্ত্রী হতে পারেন। শক্তি কাপুর বলেছেন, ‘মনোজ তিওয়ারি একজন সৎ ব্যক্তি। তারা খুব পরিশ্রমী। তিনি প্রমাণ করেছিলে

রাম-জন্মভূমির দর্শন করার পর তারিক ফতেহ বললেন, মুসলিম ইউনিভার্সিটি থেকে সরানো হোক জিন্নার ছবি

Image
বিখ্যাত লেখক তারেক ফাতাহ (Tarek Fatah) বলেছেন, মুসলিম মহিলারা NRC, CAA এর বিরোধিতা করছে না। বরং মুসলিম মহিলাদের রাস্তায় বসিয়ে রেখেছেন তাদের স্বামীরা, দাবি তারেক ফাতাহের। উনি আরো বলেছেন, প্রথমে মুসলিম পুরুষরা মহিলাদের বোরখা থেকে বের করুক, নিষেধাজ্ঞা তুলে নিক। ভগবান শ্রী রামের শহর অযোধ্যায় পৌঁছে তারেক ফাতাহ সাংবাদিকদের মুখোমুখি হিয় একথা বলেন।  Bangla Khobor  সেখানে তিনি হনুমান গড়ি এবং রাম জন্ম্ভভূমিতে পূজা দেন ও সাধুদের সাথে সাক্ষাত করেন। এরপর সাংবাদিক মহলের মুখোমুখি হতেই কট্টরপন্থীদের উপর আক্রমন শুরু করেন। তারিক ফতেহ বলেন যে মুসলিম মহিলারা এনআরসি এবং সিএএ-এর বিরোধিতা করছেন না। আসলে তাদের স্বামী তাদের প্রতিবাদে বসিয়েছে। উনি বলেন একদিকে পুরুষরা নিজেদের মা বোনকে বোরখায় বন্দি বানিয়ে রেখেছে অন্যদিকে শহীনবাগে এসে NRC/CAA এর বিরোধিতা করতে বলছে, এটা দ্বিচারিতা। তারিক ফতেহ বলেন, বাংলাদেশ থেকে হিন্দুরা আসার ফলে মুসলিমরা মনে করছে যে তারা সংখ্যায় কম হয়ে যাবে।বাংলাদেশ থেকে ভারতে আসা হিন্দুরা তাদের জনসংখ্যা কমিয়ে দেবে। হিন্দুরা বাড়লে আমাদের কী হবে? এইরকম একটা ভ্রান্তি ধারণা তৈরি করে দেওয়া হয়েছে।

৭২ বছরে $2 ট্রিলিয়ন , ৫ বছরে $3 ট্রিলিয়ন ইকোনমি: ভারতের অর্থব্যবস্থায় দুরন্ত গতি দিল মোদী সরকার

Image
একদিকে ভারত ( India ) সহ পুরো বিশ্বের অর্থনীতি মন্দার মধ্য দিয়ে যাচ্ছে, অন্যদিকে এ বিষয়টিও লক্ষণীয় যে, গত পাঁচ বছরে ভারতের অর্থনৈতিক অগ্রগতি দ্রুত গতিতে বেড়েছে। ভারত মাত্র 5 বছরে 2 ট্রিলিয়ন ডলার থেকে 3 ট্রিলিয়ন ডলার অর্থনীতির হয়ে উঠতে সক্ষম হয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত আশা প্রকাশ করেছিলেন যে আগামী কয়েক বছরে ভারত 5 ট্রিলিয়ন ডলার অর্থনীতিতে সক্ষম হতে পারবে। লক্ষণীয় যে 2014 সালে নরেন্দ্র মোদী ক্ষমতা গ্রহণের সময়, বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক শক্তির মধ্যে ভারত 11 তম স্থানে ছিল। আজ 5 বছর পরে, ভারত বিশ্বের ৫ তম বৃহত্তম অর্থনীতি। ভারতীয় রাজদূত হর্ষবর্ধন শ্রিংলা এ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। হর্ষবর্ধন বলেছিলেন যে এটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দৃড় ইচ্ছা এবং ভারতের দৃড় রাজনৈতিক স্থিতিশীলতার একটি চমৎকার যা গত কয়েক বছরে অর্থনৈতিক অগ্রগতির ক্ষেত্রে বড়ো সাফল্য এনে দিয়েছে। 1 ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হতে ভারতের 60 বছর সময় লেগেছে। পরবর্তী 12 বছরে দেশের 2 ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত হওয়ার গৌরব অর্জন করেছিল। এর পরে, ভারত একটি অভূতপূর্ব সাফল্য অর্জন করে মা

সিএএ এর সমর্থনে র‍্যালিতে উপদ্রবিদের হামলা! আহত পুলিশ জওয়ান সমেত সাধারণ মানুষ

Image
ঝাড়খণ্ডের লোহরদাগা (Lohardaga) জেলার নাগরিকতা সংশোধন আইন আর নাগরিকপঞ্জির সমর্থনে বৃহস্পতিবার একটি র‍্যালির আয়োজন করা হয়েছিল।  Bangla Khobor  বিশাল জুলুসে উপদ্রবিরা পাথরচ ছোঁড়ে! এরপর এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। এরপর উপদ্রবিরা গাড়িতে ভাঙচুর চালায় আর আগুন লাগিয়ে দেয়, এরপর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য ফায়ার ব্রিগেড ডাকে। উপদ্রবিদের পাথর ছোঁড়ার কারণে অনেক মানুষ আহত হন। পুলিশের অনেক জওয়ান এই ঘটনায় আহত হয়েছে বলে জানা যাচ্ছে। এরপর পুলিশ গোটা এলাকায় কারফিউ জারি করে, আর গোটা মামলার তদন্তে নামে। পুলিশ জানায় যে, পূর্ব নির্ধারিত অনুষ্ঠান অনুযায়ী সিএএ আর এনআরসি সমর্থনে মানুষ র‍্যালি করছিল, আর সেই সময় অজ্ঞাত পরিচয় মানুষেরা লোহরদগা অমলাটোলি চৌকের পাশে তাঁদের উপর পাথর ছোঁড়ে। পুলিশ জানায়, এরপর উপদ্রবিরা আশেপাশের মোটর সাইকেল ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। পুলিশ সুত্র থেকে জানা যায় যে, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় আর উপদ্রবিরা দোকানে ভাঙচুর আর লুঠপাট চালায়। পরস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য পুলিশ হাওয়ায় কয়েক রাউন্ড গুলি চালায়। পরিস্থিতি আশঙ্কাজনক হওয়ার পর পাকর জেলার কমিশনার আকাঙ্খা রঞ্জন এবং পুলিশ ইন

মেডিক্যাল ট্যুরিজমে ব্যাপকহারে উন্নতি করছে ভারত! এ বছর মেডিক্যাল ভ্যালু ট্রাভেল পৌঁছে যাবে ৯ বিলিয়ন ডলারে

Image
চিকিৎসা ব্যবস্থার জন্য ভারত দেশ প্রাচীনকাল থেকে বহু খ্যাতি অর্জন করেছে।  Bangla Khobor  আয়ুর্বেদিক, সার্জারি, প্লাস্টিক সার্জারির ক্ষেতে ভারতের তুলনায় কোনো দেশ দাঁড়াতে পারতো না। অবশ্য সেই সময় ভারত চিকিৎসা ও শিক্ষা এই দুটির জন্য কোনো অর্থ লাগতো না। বিগত কিছু দশকে পরাধীনতার কারণে ভারতের চিকিৎসা ব্যাবস্থা একেবারে তলানিতে পৌঁছে ছিল। তবে সম্ভবত এখন আরো একবার ভারত তার পুরানো পথে হাঁটার দিকে পা বাড়িয়েছে। মেডিক্যাল ট্যুরিজমের দিক থেকে ভারতের জন্য একটা ভালো খবর সামনে আসছে। প্রাপ্ত খবর অনুযায়ী ভারত মেডিকেল ট্যুরিজমের ক্ষেত্রে ব্যাপক হারে উন্নতি করছে। আসলে বিগত বেশিকিছু বছরে ভারত চিকিৎসা ক্ষেত্রের পরিকাঠামোর স্তর বাড়িয়ে তুলেছে। একই সাথে ভারতের স্বদেশী চিকিৎসা ব্যবস্থার প্রচার জোরদার হয়েছে। যার ফল এখন হাতে নাতে পাওয়া যাচ্ছে। FICCI এর সম্প্রতি রিপোর্ট অনুযায়ী, ভারত এই বছর মেডিক্যাল ভ্যালু ট্রাভেল (MVT) মার্কেটে ৯ বিলিয়ন ডলার পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। আসলে কম খরচের মধ্যে ভারত চিকিৎসা ব্যবস্থায় যে পরিষেবা প্রদান করেছে তা পুরো বিশ্বের দৃষ্টি আকর্ষন করেছে। পরিষেবা ছাড়াও ভারতে আসার সুবিধা ও কম খরচের নানা
Image
নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৩ তম জন্ম জয়ন্তী আজ গোটা দেশ জুড়ে পালন করা হচ্ছে। bangla khobor  আর এর মধ্যে বারাণসীর আজাদ হিন্দ মার্গে অবস্থিত সুভাষ ভবনে নেতাজি সুভাষ চন্দ্র বসুর একটি মন্দির বানানো হয়েছে। আর আজ এই মন্দিরের উদ্বোধন করা হয়েছে। মন্দিরের মহন্ত একজন দলিত মহিলা হবে। নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিনের দিনই এই মন্দির সব মানুষের জন্য খুলে দেওয়া হয়েছে। এই মন্দিরের উদ্বোধন আরএসএস এর বরিষ্ঠ প্রচারক ইন্দ্রেশ কুমার করবেন। রোজ সকালে আরতি করে, ভারত মাতার প্রার্থনা করে এই মন্দিরের গেট খুলে দেওয়া হবে, আর রাতে ভারত মায়ের প্রার্থনার সাথে সাথে মন্দিরের গেট বন্ধ করা হবে। সুভাষ ভবনের বাইরের দিকে এই মন্দির বানানো হয়েছে। মন্দিরের উচ্চতা প্রায় ১১ ফুট, এই মন্দিরে নেতাজি সুভাষ চন্দ্র বসুর প্রতিমা স্থাপন করা হয়েছে। মন্দিরের স্থাপনা করা বেনারস হিন্দু ইউনিভার্সিটির প্রোফেসর ডঃ রাজীব জানান, লাল রঙ ক্রান্তির প্রতীক, সাদা শান্তি আর কালো শক্তির প্রতীক। ক্রান্তি থেকে শান্তির দিকে চলেই শক্তির পূজা করা যায়। নেতাজি সুভাষ চন্দ্র বসুর মন্দির বানানোর পিছনে মানুষের মনে দেশপ্রেমের ভাবনাকে জাগ্রত করাই উদ্দেশ্য। এছাড়া

সাত সমুদ্র পার করে পোঁছাল মোদীর উজ্বলা যোজনা, বিদেশের সাথে চুক্তি করল বিশ্ব নেতা ভারত

Image
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের ( Modi Sarkar ) মহত্বকাঙ্খি উজ্বলা যোজনার (Ujjwala Yojana) আওয়াজ এবার আফ্রিকা মহাদেশের ঘানাতেও পৌঁছে গেছে। ঘানা নিজেদের ন্যশানাল এলপিজী প্রোমোশন পলিসিকে প্রভাবি ভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভারতের প্রজুক্তির সাহায্য চেয়েছে। দুই দেশের মধ্যে এটি নিয়ে একটি চুক্তিও স্বাক্ষর হয়েছে। এই চুক্তি অন্তর্গত ভারত ঘানাকে এলপিজির সাথে জড়িত নীতিকে বাস্তবায়িত কোর্টে প্রযুক্তিগত সহায়তা প্রদান করবে। দিল্লীতে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান আর ঘানার হাই কমিশনার মাইকেল এরানের উপস্থিতিতে ইন্ডিয়ান অয়েল ঘানার ন্যাশানাল পেট্রোলিয়াম অথরিটির সাথে একটি চুক্তি স্বাক্ষর করে। উল্লেখ্য, ঘানা দেখেছে যে ভারত উজ্বলা যোজনার মাধ্যমে একদিকে যেমন আর্থিক দিক থেকে কমজোর মানুষের কাছে দূষণ মুক্ত এলপিজি সিলেন্ডার উপলব্ধ করানোয় সফলতা অর্জন করেছে। আরেকদিকে, সামাজিক, আর্থিক এবং স্বাস্থের সাথে জড়িত অনেক সমস্যার সমাধান হয়েছে। আর এই কারণেই আফ্রিকার দেশ পেট্রোলিয়াম এবং গ্যাস ভিত্তিক বৃহত এবং ঐতিহ্যবাহী অর্থনীতির পরিবর্তে, নতুন শক্তি নেতা ভারতের কাছে সহায়তা চেয়েছে। বিগত কিছু সময়ে ভার

মা ভারতীর সুপুত্র ও রাষ্ট্রনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুকে ভারতীয়রা যুগ যুগ ধরে মনে রাখবে: যোগী আদিত্যনাথ

Image
২৩ শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর (Subhas Chandra Bose) জন্মদিন উপলক্ষে দেশজুড়ে মানুষ তাদের আবেগ প্রকাশ করছেন।  bangla khobor  দেশজুড়ে স্কুল, কলেজে একদিকে পালিত হচ্ছে সুভাচন্দ্র বসুর জন্মজয়ন্তী। অন্যদিকে দেশের বড়ো বড়ো নেতা মন্ত্রীরাও নেতাজিকে প্রণাম ও শ্রদ্ধা জানাতে শুরু করেছেন। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকালেই নেতাজী কেন্দ্রিক একটা ভিডিও প্রকাশ করে। প্রধানমন্ত্রী লিখেছেন নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদানের জন্য ভারতীয়রা চিরকাল ঋণী হয়ে থাকবে। তিনি ভারতীয়দের উন্নতির জন্য বড়ো সংগ্রাম করেছিলেন। প্রধানমন্ত্রীর ছাড়াও দেশের অন্যান্য সমস্থ নেতারা রাজনৈতিক দল নির্বিশেষে সুভাষচন্দ্র বসুকে প্রণাম জানিয়েছেন ও শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ টুইট করে লিখেছেন, অসংখ্য যুবকদের প্রেরণাপুঞ্জ তথা মা ভারতীর সুপুত্র, মহান স্বাধীনতা সংগ্রামী, আজাদ হিন্দ ফৌজের মহানায়ক ও রাষ্ট্র্বনায়ক সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তীতে উনাকে জানাই কোটি কোটি প্রণাম। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আরো লিখেছেন যে, নেতাজি সুভাষচন্দ্র বসুকে দেশের মানুষ যুগ যুগ ধরে স্মরণে রাখবেন এবং যুগ যুগ ধরে উন

১৪৪ টি আদিবাসী পরিবারকে ধর্মান্তকরণ করছিল খ্রিস্টান মিশনারিরা! তাদের সনাতন হিন্দু ধর্মে ফিরিয়ে আনলো এক হিন্দু সংগঠন

Image
কোনো এক আফ্রিকান নেতা বলেছিলেন, ” যখন খ্রিস্টান মিশনারীরা আমাদের দেশে এসেছিল তখন তাদের কাছে ছিল বাইবেল আমাদের কাছে ছিল জমি সম্পত্তি। কিন্তু কিছু বছর পরে আমাদের হাতে হাতে চলে এলো বাইবেল তাদের কাছে চলে গেল জমিজমা সম্পত্তি।” এখন আরো একবার ভারতবর্ষের খ্রিষ্টান মিশনারিদের বিরুদ্ধে ধর্মান্তকরণ এর ব্যাবসা চালানোর অভিযোগ উঠেছে। আগেই কেন্দ্রীয়মন্ত্রী রাজনাথ সিং খ্রিস্টান মিশনারিদের এবিষয়ে সাবধান হয়েছিলেন। কিন্তু পরিস্থিতি যেন এখনও কোনো পরিবর্তন হয়নি। ইংরেজরা যখন ভারতবর্ষে এসেছিল তখন থেকেই ভারতীয়দের খ্রিস্টানে ধর্মান্তকরণ এর প্রয়াস চালিয়েছিল। তবে সেই সময় হিন্দু সমাজ ধর্মের প্রতি বেশি নিষ্ঠাবান হওয়ার কারণে ইংরেজরা দ্রুত সফল হতে পারেনি। তবে সময়ের সাথে থেকে ভারতে ইংরেজদের মেকেলে শিক্ষা বিস্তারের কারণে ভারতের জনগন নিজের সভ্যতাকে সংস্কৃতিকে হারিয়ে পাশ্চাত্য সভ্যতা সংস্কৃতি প্রভাবে প্রভাবিত হয়েছে। যার দরুন ভারতে খ্রিস্টান মিশনারিরা ব্যাপকহারে ধর্মান্তকরণ এর ব্যাবসা চালায়। জানিয়ে দি, ধর্মান্তকরণ এর জন্য বিশ্বের খ্রিস্টান দেশগুলি মোটা টাকা ফান্ডিং হয় যা খ্রিস্টান মিশনারি ও NGO এর হাত ধরে সঞ্চালিত হয়। আস

ভারত ভাগের বয়ান দেওয়ার পর থেকেই ভয়ে পলাতক JNU এর ছাত্র শারজিল! হন্যে হয়ে খুঁজছে তিন রাজ্যের পুলিশ

Image
আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে (AMU) আরও একবার দেশ বিরোধী বয়ান দেওয়ার কারণে শারজিল ইমাম (sharjeel imam) এর উপর দিল্লী পুলিশ আরও একটি মামলা দায়ের করল। এর আগে আলীগড়ে শারজিল ইমামের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। শারজিলের তল্লাশিতে উত্তর প্রদেশ, দিল্লী আর বিহার পুলিশ লেগেছে। আপনাদের জানিয়ে রাখি, জওহর লাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (JNU) মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি এর ছাত্র শারজিল ইমাম আলীগড় মুসলিম বিদ্যালয়ের মুখ্য দ্বারা হওয়া ধর্নায় গত ১৬ই জানুয়ারি এক উসকানিমূলক এবং দেশ বিরোধী স্লোগান দিয়েছিল। ওই ভাষণে ইমাম বলেছিলে, যদি আমরা উত্তর-পূর্বের রাজ্য গুলোকে ভারত থেকে আলদা করে দিই তাহলে আমরা আমাদের মানতে বাধ্য করতে পারব সরকারকে। ভাইরাল ভিডিওতে আরও অনেক আপত্তিজনক কথাও বলা হয়েছিল। এই বিষয় গম্ভীর ভাবে নিয়ে পুলিশ থানা সিবিল লাইনে দেশদ্রোহ এর মামলা দায়ের করেছে। অভিযুক্ত ছাত্রকে গ্রেফতার করার জন্য পুলিশের দল তল্লাশি চালাচ্ছে বিভিন্ন জায়গায়। Delhi Police: Crime Branch of the Delhi Police have registered an FIR under section 153 (Wantonly giving provocation with intent to cause riot) of the Indian Penal Code agai

নয় ফেব্রুয়ারির মধ্যে ট্রাস্ট গঠন, তিন মাসের মধ্যে রাম মন্দির নির্মাণ শুরুঃ যোগী আদিত্যনাথ

Image
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) বলেন, অযোধ্যা রাম মন্দির (Ram Mandir) নির্মাণের জন্য নয় ফেব্রুয়ারির মধ্যে ট্রাস্ট গঠন হবে আর তিন মাসের মধ্যে মন্দির নির্মাণ শুরু হয়ে যাবে। বিরোধীদের উপর আক্রমণ করে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, ভোট ব্যাংকের রাজনীতির দোকান বন্ধ হওয়ার আশঙ্কায় মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলে সিএএ (CAA) এর বিরোধিতা করা হচ্ছে। সরকার প্রদর্শনের চাপে আসবেনা। যারা বিক্ষোভ প্রদর্শন করে সরকারি সম্পত্তি ক্ষতি করেছে, তাঁদের কাছ থেকে যে করেই হোক ক্ষতিপূরণ নেওয়া হবে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ শনিবার লখনউয়ের একটি অনুষ্ঠানে ছিলেন, সেখানে প্রশ্নের উত্তর দেওয়ার সময় তিনি প্রিয়াঙ্কা গান্ধীর উপর আক্রমণ করে বলেন, প্রিয়াঙ্কা গান্ধীর আধ্যাত্মিকতা কোন অনুভব আর জ্ঞান নেই। উনি বলেন, ইতালি আর ভারতের সংস্কৃতি আলদা। উনি বলেন, বিরোধীরা যাতে ‘গেরুয়া” শব্দের মানে বুঝতে পারে সেই জন্য রাজ্যে তানহাজী সিনেমা ট্যাক্স ফ্রি করে দিয়েছি। যোগী আদিত্যনাথ দাবি করে বলেন, ২০২২ সালে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতায় সরকার গঠন করবে আবার। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, বিজেপি সরকারের সিদ্ধান্ত সংবিধানের উ