মোদী মোদী স্লোগান দিচ্ছে, আর তাঁরা ভারতের সাথে যুক্ত হতে চাইছে।


উত্তর প্রদেশের উন্নাও থেকে ভারতীয় জনতা পার্টির (Bharatiya Janata Party) সাংসদ ডঃ সচ্চিদানন্দ হরি সাক্ষী মহারাজ ( Sakshi Maharaj ) অযোধ্যায় শ্রী রাম এর জন্মভূমিতে রাম মন্দির (Ram Mandir) নির্মাণ শুরু করার দাবি করলেন। উনি বলেন, অযোধ্যা মামলা নিয়ে শুনানি দেশের সর্বোচ্চ আদালতে প্রায় শেষের দিকে। ডঃ সচ্চিদানন্দ হরি সাক্ষী মহারাজ বলেন, আমার মন বলছে যে, আগামী ছয় ডিসেম্বর ১৯৯২ সালে যেদিন বাবরি মসজিদ (Babri Masjid) ধ্বংস করা হয়েছিল, সেদিন থেকে ভগবান রাম এর জন্মভূমি অযোধ্যাতে রাম মন্দির নির্মাণের কাজ শুরু হবে। বিজেপির সাংসদ মঙ্গলবার এটা’র ভগিপুরে আয়োজিত একটি অনুষ্ঠানে এই কথা বলেন।

প্রসঙ্গত, বিগত ৩০ দিন ধরে রাম মন্দির ইস্যু নিয়ে সুপ্রিম কোর্টে বাবরি মসজিদ এবং রাম মন্দিরের পক্ষকারেরা একের পর এক দস্তাবেজ পেশ করেন। এখন আশা এটাই যে, আগামী ১৭ই নভেম্বর এই ইস্যু নিয়ে রায় বেরাতে পারে। ভগিপুরে আয়োজিত একটি অনুষ্ঠান শেষ করে নিজের আশ্রমে পৌঁছে বিজেপির সাংসদ সাক্ষী মহারাজ বলেন, ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে দিয়ে অসম্ভব কাজ করেছেন। আর ওনার এই কাজের প্রশংসা শুধু দেশেই না, গোটা বিশ্বে হচ্ছে।

বিজেপির (BJP) সাংসদ সাক্ষী মহারাজ বলেন, ভারত সরকারের পদক্ষেপের পর হতাশ পাকিস্তান এবার পাক অধিকৃত কাশ্মীর সামলাতে হিমশিম খাচ্ছে। সেখানকার মানুষ এখন মোদী মোদী স্লোগান দিচ্ছে, আর তাঁরা ভারতের সাথে যুক্ত হতে চাইছে।
Ebela Patrika

Comments

Popular posts from this blog

যদি আমি ভারতে থাকতাম, তাহলে নোবেল পুরস্কার পেতাম না! বললেন নোবেল বিজয়ী অভিজিৎ ব্যানার্জী

Pages 6

Pages 7