ওয়েসির সাম্প্রদায়িক মন্তব্যে কড়া জবাব দিয়ে ভারতীয় সেনা যা বলল তা শুনলে আপনিও চমকে যাবেন...


সব সময় কিছু সাম্প্রদায়িক মন্তবের জন্য সবসময় শিরোনামে থাকেন ইনি।ইনি কে ইনি আর কেউ না ইনি হলেন আসাউদ্দিন ওয়েসির। 


এবার তিনি যাদের নিয়ে সাম্প্রদায়িক আগুন জালালেন তারা ভারতকে রক্ষা কবজ ভারতীয় সেনা। ভারতীয় সেনা কোনদিন রাজনৈতিক মহলের সাথে যুক্ত না তা সত্তেও তাদের নিয়ে সাম্প্রদায়িক মন্তব করা উচিত ? তিনি বলেন সাম্প্রতিক জঙ্গি হানায় কতজন মুসলিম শহিদ হয়েছেন মঙ্গলবার সেই পরিসংখ্যান তুলে ধরেন এআইএমআইএম-এর প্রধান আসাউদ্দিন ওয়েসি। এমন বক্তবের পর ভারতীয় সেনার তরফ থেকে নর্দান কম্যান্ডের চিফ জেনারেল দেবরাজ আনবু বলেন শহিদদের নিয়ে সাম্প্রদায়িকতা করবেন না।

Comments

Popular posts from this blog

যদি আমি ভারতে থাকতাম, তাহলে নোবেল পুরস্কার পেতাম না! বললেন নোবেল বিজয়ী অভিজিৎ ব্যানার্জী

আমরা সুপ্রিম কোর্টকে মানি না, আফজল গুরু নির্দোষ ছিল: CAA এর বিরোধিতা করতে গিয়ে বললেন মহিলা

স্কুলের ঐতিহ্যের গেরুয়া রং, কিন্তু রাজ্য সরকার চায় বদল সাদা নীলে..