চীনকে চাপে ফেলতে এক যুগান্তকারী পদক্ষেপ যা জানলে আপনি বিস্মিত হবেন..


উপরে চলছে সুদীর্ঘ সেতু নির্মাণের কাজ জোর কদমে চলছে সেই সঙ্গে ব্রহ্মপুত্রের তলায় এ বার সুড়ঙ্গ বানাবে মোদী সরকার,যাতে সেনা যাতায়াত আরো ভালো হয়।ব্রহ্মপুত্রের উপরকার সেতু যদি কোনও ভাবে ধ্বংস হয়ে যায়, তা হলেও অস্ত্রশস্ত্র, সাঁজোয়া গাড়ি নিয়ে সেনা যাতায়াত কোনরকম ভাবে যাতে বন্ধ না হয় তার জন্যই এত বড় কদম ভারত সরকারের।রবিবার ফোর্ট উইলিয়ামে বিজয় দিবস উপলক্ষে সেনাবাহিনীর কর্তাব্যক্তিদের সঙ্গে কথাবার্তার ফাঁকে এ কথা জানা গেছে তবে ব্রহ্মপুত্রের কোন এলাকায় সুড়ঙ্গ বানানো হবে তা এখনও সঠিক ভাবে জানা যায়নি তবে একাধিক সুড়ঙ্গ তৈরির পথেই এগোচ্ছে মোদী সরকার।সেনা সূত্রের খবর এই সবই হচ্ছে চিনের কূটনীতির  কথা মাথায় রেখে,চিনের পরিকল্পনা প্রথম থেকেই ভারতের ক্ষতি করার, কিন্তু ভারতীয় সেনার এই অগ্রগতিতে বর্তমান চীন ও এখুন ভারতকে ভয় পাচ্ছে।


Comments

Popular posts from this blog

যদি আমি ভারতে থাকতাম, তাহলে নোবেল পুরস্কার পেতাম না! বললেন নোবেল বিজয়ী অভিজিৎ ব্যানার্জী

আমরা সুপ্রিম কোর্টকে মানি না, আফজল গুরু নির্দোষ ছিল: CAA এর বিরোধিতা করতে গিয়ে বললেন মহিলা

স্কুলের ঐতিহ্যের গেরুয়া রং, কিন্তু রাজ্য সরকার চায় বদল সাদা নীলে..