প্রতিটি ওয়ার্ডে একটি করে কিয়স্ক তৈরী করার উদ্যোগ নিলো আসানসোল পুরসভা
ছোটোখাটো কাজের জন্য যাতে জামুরিয়া, রাণীগঞ্জ,বরাকর,কুলটি,হিরাপুর থেকে আসানসোল এর সদর দপ্তরে ছুটে আসতে না হয় তার জন্যই এই উদ্যোগ।
বৃহস্পতিবার এই বিষয়ে একটি বৈঠক হয়।আসানসোলের অতিরিক্ত জেলাশাসক তথা পুর কমিশনার খুরশিদ কাদরি বৈঠক শেষে জানান,'১০৬ টি ওয়ার্ডে এমন কোনো গলি বা রাস্তা থাকবে না যেখানে এলইডির আলো পৌঁছাবে না।এলইডি লাগলে বিদ্যুৎ খরচ ৬০ থেকে ৭০ শতাংশ কমে যাবে।পাশাপাশি প্রতিটি ওয়ার্ডে এর জন্য একটি করে কিয়স্ক তৈরি করা হবে, যাতে মানুষের কাছে আরো ভালোভাবে পরিষেবা পৌঁছে দেওয়া যায়।এতে বাসিন্দারাও খুশি হবেন,রাজস্বও বাড়বে।'
Source -eisamay patrica

Comments
Post a Comment