ধর্মীয় বক্তৃতার মাধ্যমে সন্ত্রাসবাদকে উস্কানি দেওয়ায় চার্জশিট জমা জাকির নায়েকের বিরুদ্ধে

জাতীয় তদন্তকারী সংস্থা জাকির নায়েক এর বিরুদ্ধে আদালতে চার্জসিট জমা দিয়েছে।আদালতের মতে ইছাকৃতভাবে অন্য ধর্মকে অপমান করেছেন এবং সন্ত্রাসবাদ কে উসকেছেন তিনি।
বৃহস্পতিবার মুম্বাইয়ের আদালতে জমা দেওয়া চার্জসিটে সন্ত্রাসবাদ কাজে তরুণদের উদ্বুদ্ধ করা এবং একই সঙ্গে অন্য ধর্মের প্রতি ঘৃণা ছড়ানোর অভিযোগ করেছে জাকির নাইক এর বিরুদ্ধে।জাকির নাইক কে পলাতক হিসেবে ঘোষণা করেছে জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ।
কাশ্মীরের হিজবুল মুজাহিদিন কমান্ডার বুরহান ওয়ানিও নিজেকে জাকির নায়েকের অনুগামী বলে জানিয়েছিল৷ সেনা অভিযানে খতম করা হয় বুরহানকে৷ এনএইএ জানিয়েছে শুধু উত্তেজিত ভাষণ নয়, জাকির নায়েক সংস্থার মাধ্যমে দিয়ে বহু যুবক  ইসলামিক স্টেট জঙ্গি সংগঠনে জড়িয়েছে ৷ আইনের হাত থেকে বাঁচতে ২০১৬ সালে ভারত থেকে পলাতক জাকির নায়েক।বাংলাদেশের এক বেকারিতে হওয়া সন্ত্রাসবাদী হামলা তেও জাকির নায়েক এর নাম জড়িয়েছে।

Comments

Popular posts from this blog

যদি আমি ভারতে থাকতাম, তাহলে নোবেল পুরস্কার পেতাম না! বললেন নোবেল বিজয়ী অভিজিৎ ব্যানার্জী

Pages 6

Pages 7